পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ o○ কটকের সীতা-দর্শন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দুই কটকের মিশালে কটকের পেলাপেলি। কান্ধে দোলায় পথ না পায় চৌদলী॥ রাজা হৈঞ বিভীষণ ভূমে বহেন বাট। কটকের হুড়াহুড়ি দেখি হাতে লইল ছাট। দুই পাশে বানর বাড়ি লইল গোটি গোট। আগু পাছু শুনিএ বাড়ির চটচটি৷ বাড়ির ঘাএ দুই কটকের রক্ত বহে ধারে। তভু সীতাকে দেখিতে না পাএ আপনা পাসরে॥ (১) রাজা হঞা বিভীষণ করে বানরে বিনাশ। অনেক শক্তিতে গেল দোলা শ্রীরামের পাশ ৷ রাম লক্ষ্মণ বসি আছেন পুণ্য-শরীর। ডাহিনে বসিঞ আছেন সুগ্রীব মহাবীর॥ মনসুখ নাহি রামের দেখি হুড়াহুড়ি। রাক্ষস বানর সভে যায় গড়াগড়ি॥ বাড়ির শব্দ শ্রীরাম শুনেন চারি পাশে। চতুর্দিকে পড়ে যেন সুবর্ণ আওআসে। বাড়াবাড়ির শব্দ শুনিএঃ রাম কোপে জ্বলে। পাকল দৃষ্টিতে রাম বিভীষণ নেহ’লে ৷ রাজার মহাদেবী পূজার মায়ের ভিতর গণি। সতী স্ত্রী হইলে রাখে আপন আপনি ৷ চৌদল ঘুচাঞাঁ সীতা ভূমে রহুক বাট। দুই কটকে দেখুক হাতের ফেলি ছাট। রামের বচন শুনিঞা সীতা চন্দ্রমুখী। রামের বচনে সীতা হইলা অসুখী। চৌদল ছাড়িয়া সীতা নাম্বিল ভূতলে। সীতার রূপে বিজলী পড়িছে মহীতলে॥ চতুর্দ্দিগে দাড়াইয়া যত বানরগণ। এক দৃষ্টে নেহ’লে সীতা-রামের চরণ। দেখিতে সুন্দর সীতার উচ্চ পয়োধর। পাকা বিম্বফল জিনি দেখিতে সুন্দর ৷ চিত্র বিচিত্র সীতার হিয়ার কাচলি। তাহার উপরে মণি মাণিক্য বলমলি। (১) নিজেদের শরীর যে বিভীষণের বেত্রাঘাতে রক্তাক্ত তাহ বিস্মৃত হইয়া সীতার আদর্শন-জন্ত দুঃখিত। -