পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কৃত্তিবাস—জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। ぐ>> কেন বা লজিঘনু আমি দুরন্ত সাগর। নানা অঙ্গে খণ্ড খণ্ড কৈল কলেবর। নিৰ্জ্জন কানন-বনে দুর্গম গহবরে। পায়াছি যতেক দুঃখ কহিব কাহারে। করিয়া এতেক শ্রম সার্থক না হল্য। আমা সভা ছাড়ি মা জানকী কোথা গেল। অপরাধ বিনে মাগো কোথা গেলে ছাড়ি। ভাগ্যহীন পুত্র তোমার যায় গড়াগড়ি॥ দন্তে তৃণ ধর্য বলি মোর বোল রাখ। আমি আত্মঘাতী হই মা তুমি দেখ॥ এত বলি হনুমান অঙ্গে হানে কর। মুচ্ছৰ্গপন্ন হৈল বীর ধুলাতে ধুসর। নল নীল জাম্ববান স্বষেণ সম্পাঈ। মৈন্দ দ্বিবিদ কান্দে বানর প্রমার্থী॥ দেব ঋষি কপিগণ লোটায় ধরণী। গগনমণ্ডলে গিয়া উঠে উচ্চ ধ্বনি॥ ব্রহ্মা আদি চিন্তিত হইলা দেবগণ। ইন্দ্র চন্দ্র ধনপতি প্রভু ত্রিলোচন। যত দেবগণ সভে দুঃখিত অন্তর। জলের ভিতর থাকা কালেন সাগর॥ অচেতন রামচন্দ্র স্বত সভাতল। শৌর্য্যবীর্য্য ছাড়ি রাম হৈলা বিকল ৷ বড় বড় পাত্র যার সভে ঘোষে যশ। রাম পাতা বারে কার না আঁটে সাহস॥ তা দেখিয়া সুরপতি অন্তরে ব্যথিত। ব্রহ্মার সদনে গিয়া হল্য উপনীত ৷ ও মর্ত্তো আগমন। ইন্দ্র বলেন প্রজাপতি শুন মন দিয়া। অচেতন রঘুনাথ সীতার লাগিয়া॥ ব্যাকুল শ্রীরামচন্দ্র জানকীর তরে। শীঘ্র চল চল যাই রাম পাতাবারে॥ শুনি মাত্র প্রজাপতি হৈলা ত্বরাপর। শীঘ্রগতি চাপিলেন ইংসেৰ উপর॥