পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৪ দশরথ সঙ্গী। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সর্ব্ব দেবগণ সঙ্গে নড়িলা তুরিতে। হেন কালে দেখা হল্য দশরথ-সাথে ৷ ব্রহ্মণসঙ্গে নরপতি করিলা সন্তাষণ। জিজ্ঞাসিলা তার পর কোথাকে গমন। প্রজাপতি যাব বলে পাতাবারে রাম। দেখিবার সাধ আছে করহ পয়ান ৷ রাম নাম শুনি মাত্র নৃপসিংহ কয়। কহিতে না পারে প্রেমে দুই ধারা বয়॥ যে রামের শোকে মোর দেহান্তর হল্য। মোর আগে কেকয়ী যারে বাকল পরাল্য। সেই মোর রামকে পাতাত্যে তুমি যাবে। নয়নে দেখিব রামে হেন ভাগ্য হবে। বিধি বলে পূর্ণব্রহ্ম তোমার নন্দন। অবনীতে অবতীর্ণ ভক্তের কারণ॥ রাবণ বধিয়া কৈলা দেবের নিস্কৃতি। যার পাদপদ্ম পায়্যা ধন্ত বহুমতী ৷ ধন্ত স্বর্য্যবংশ ধন্ত তুমি নৃপবর। কত পুণ্য কৈলে তুমি জন্ম-জন্মান্তর॥ পুণ্যফলে পুত্র পাল্যে প্রভু নারায়ণ। যুগে যুগে তব কীর্ত্তি রহিল ঘোষণ। প্রজাপতি চতুর্মুখে নানা স্তব কৈল। রাম দেখিবারে নৃপ আনন্দে চলিল। দেবতা তেত্রিশ কোটি করিলা গমন। আনন্দে চলিলা সব যে যার বাহন ৷ রাজ হংসে ব্রহ্মা ঐরাবতে পুরন্দর। বৃষের উপরে যান দেব মহেশ্বর॥ সিংহরথে মহামায়া দুই পুত্র সঙ্গে। অষ্ট লোকপাল আদি সভে যান রঙ্গে ৷ যেখানে ব্যাকুল হৈয়া প্রভু গদাধর। অচেতনে পড়ি কন্দে সকল বানর॥ সেই খানে সর্ব্বজন আল্যা শীঘ্রগতি। রামকে দেখিয়া ব্রহ্মা সবিস্ময় মতি॥ রাম রাম বলি ব্রহ্মা পুনঃ পুনঃ ডাকি। কার বোলে ছাড় গোসাঞি সীতা চন্দ্রমুখী॥