পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ 、R বঙ্গ-সাহিত্য-পরিচয়। কৈ কৈ বিমাতা তার হৈল পাষণ্ডী। ভরতে রাজত্ব দিল রঘুনাথে ভাণ্ডি। পিতার সত্য পালিতে রাম বনচারী। পঞ্চবটীর বনে রাবণ সীতা কৈল চুরি। সীতা খুজ্য রঘুনাথ ভ্রমেন বনে বনে। ঋষ্যমুখে দেখা হৈল সুগ্রীবের সনে॥ বালি বধ্য স্থ গ্রীবকে দিলা ছত্রদণ্ড। সুগ্রীব সাজিল রণে লয়্যা রাজ্যখণ্ড॥ শতেক যোজন সেই প্রলয় সাগর। সাগর বান্ধিতে বইলাঙ গাছ পাথর॥ বানরীর ক্রোধ তখন কে বলিতে পারে। অসার্থক আমি তোরে ধর্যাছি উদরে॥ ধিক্ তোরে বৃথা ব্যাচ্য আছ হনুমান। এক ধার দুগ্ধ মোর কর নাই পান ৷ এক ধার দুগ্ধ যদি এক দিন খাত্যে। তবে কেনে এত শ্রম পাবে রঘুনাথে। সাগরের মাঝে যদি পড়িতে নার্য যুর্য আড়। কটক লয়্যা তোমার পৃষ্ঠে রাম হৈতেন পার। বজঠাট মারিতে নাব্যাজু লঙ্কার উপরে। রাক্ষস সহিত দশানন যাত্য যমের ঘরে॥ পৃষ্ঠে করি সীতা আনিতে রামের সদনে। রণ করি রঘুনাথ শ্রম পাবেন কেনে॥ হনুমান বলিল মা কহি তোমার ঠাঞি। সকল ক্ষমতা আছে রামের আজ্ঞা নাই॥ মাএ পোএর শুনি রাম কথোপকন। রথে হৈতে নাম্বি তথা যাইলা তিন জন॥ অঞ্জনার রাম সন্দর্শন। হনুমান বলেন মা তুমি ভাগ্যবতী। তোমারে দেখিতে আইলা অখিলের পতি॥ ব্রহ্মা আদি দেবতা যাকে না পায় ধেয়ানে। আপনি শ্রীরামচন্দ্র তোমা সন্নিধানে॥ হনুমান বলেন মা হয় সাবধান। - উঠিয়া প্রণাম কর দাণ্ডায় শ্রীরাম॥