পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৮ বঙ্গ-সাহিত্য-পরিচয়। কুণ্ডলী করিয়া নিজ বসিলা সভাতে। পুরন্দর যেন শোভা করিল ঐরাবতে॥ রাবণের ছলন। অঙ্গদে দেখিয়া রাবণ মায়া ছল পাতে। শত শত রাবণ হঞা বসিল সভাতে॥ যে দিগে অঙ্গদ চায় সে দিগে রাবণ। দশমুণ্ড কুড়ি কর বিংশতি লোচন। তা দেখি অঙ্গদ বীর করেন ভাবনা ৷ রাক্ষসের মায়াফাদ পাতিল রাবণী॥ অঙ্গদ বলে কথা কৈব কন রাবণের সনে। সব বেটা নি রাবণ হৈল ভেদ নাই কন জনে॥ সভে মাত্র ইন্দ্রজিৎ ছিল আপন সাজে। পুত্র হঞা পিতা বেশ ধরিবেক কোন লাজে। অতএব বুঝিলাঙ এই বেটা মেঘনাদ। আকার ইঙ্গিতে তারে করিছে সম্বাদ ৷ তা দেখি অঙ্গদ বীর ভাবে মনে মনে। এক কথা শুষ্ঠাছি আমি বিভীষণের স্থানে। নিত্য নিকুম্ভিলা করে রাবণের বেটী। কপালে দেখ্যাছি তার যজ্ঞ-শেয-কোটা॥ অঙ্গদ বলে সত্য কথা কহিস ইন্দ্রজিত। এত গুলি রাবণের মাঝে কে হয় তোর পিতা ৷ (ইহার) কোন রাবণ দিগ্ধিজয়ে গেছিল কোথাকে। কোন রাবণ কোথা গেছিল পরিচয় দে মোকে॥ চেড়ী উচ্ছিষ্ট খালেক কোন রাবণ পাতালে। কোন রাবণ বান্ধ ছিল অৰ্জ্জুনের অশ্ব-শালে ৷ কোন রাবণ যম জিনিতে গেছিল দক্ষিণ। কোন রাবণ মান্ধাতার বাণে দন্তে করিলেক তৃণ॥ কোন রাবণ ধনুক ভাঙ্গিতে গেছিল মিথিলা। তুলিতে কৈলাস-গিরি কোন রাবণ গেছিলা॥ কোন রাবণ মুরা-পানে সদা থাকে মত্ত। কোন রাবণের ভগিনী হর্য নিলেক মধুদৈত্য। তোরে একে একে কঞা দিলাঞি সকল রাবণের কথা। ইহা সভাতে কায নাইক যোগী রাবণটি কোথা॥ শূৰ্পণখা রাঙা তারে করাইল দীক্ষা। দণ্ডক-কাননে সে মাগি খালেক ভিক্ষণ ৷ অঙ্গদের ব্যঙ্গ।