পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(రి)ు বঙ্গ সাহিত্য-পরিচয়। বিভীষণের কথা যখন না শুনিলি কাণে। এখন সম্বন্ধে শর-শয্যা কর না রামের বাণে॥ কুপিল রাবণ রাজা অঙ্গদের বোলে।, ঘৃত পাছে দাবানল অধিক উখুলে। দূত বলা ঘর পোড়াকে তখন নাঞি কাটে। যা বলিলাঙ তা শুনিলি তাই করিলি বটে॥ দূতকে মারিলে হয় বড় অবিচার।, তে কারণে মোর আগে করুস অহঙ্কার। কুপিল অঙ্গদ বীর বালির কুমার। বলিলাঙ রাবণ দেখি মদন (১) তোমার॥ বস্তাছে অঙ্গদ বীর রাজার নিকটে। জন পাঁচ ছয় বীর আস্তা ধরে পাছু বাটে॥ অঙ্গদকে ধরি বাখানি এমনি কথা বটে। ফিরিঞ্য ধরিল অঙ্গদ ছয় জনার জটে। পাক ফিরাঞ মারে বীর তুলিঞা আছাড়। মাথার খুলি ভাঙ্গিল কার চূর্ণ হৈল হাড়। পড়িল রাজার সেনা গড়াগড়ি যায়। লম্ফদিঞা পড়ে বীর রাবণের গাএ॥ অঙ্গদকে দেখিঞা পালায় সর্ব্বজন। কুড়ি হাতে অঙ্গদকে ধরিল রাবণী॥ সংগ্রামে সমান দুটা টুটা নহে কন জন। কখন অঙ্গদ হেটে কখন রাবণ॥ কোপেতে রাবণ রাজা অঙ্গদের লেজ ধরিল্যা আট্যা। বসিল অঙ্গদ বীর বুকের উপর উঠা॥ সহিতে নারিল রাজা অঙ্গদের তেজ। যা মরগা বল্য রাজা ছাড়া দিল লেজ॥ তথাপি অঙ্গদ বীর নাঞি যায় ছাড়া। চড় মারা মাথার মুকুট নিল্যা কাড়া॥ রাবণের মুকুট নিলেক বাম-করে। লম্ফ দিঞা উঠে বীর প্রাচীর উপরে॥ (১) পৌরুষ।