পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

CQ文 রামের দয়া। o (>) বঙ্গ-সাহিত্য-পরিচয়। বরাহে মৃত্তিকা-কারী হিরণ্যাক্ষ দৈত্য মারি নরসিংহে কশিপু নাশিলে। তুমি সে বামনরূপ ছলিয়াছ বলি ভূপ দাতা ভক্তে পাতালে রাখিলে ৷ তব অংশে ভূগুরাম খুইলে ক্ষেত্রীর নাম আপনি অংশের কৈলে চুর। দেবের নিস্তারকারী নররূপ ধনুৰ্দ্ধারী আসিয়াছ রাক্ষসের পুর। তুমি গোলোকের পতি মহালক্ষ্মী সীতা সতী শ্রীঅনন্ত ঠাকুর লক্ষ্মণ। মুঢ় রাক্ষসের জাতি অরি ভাবে পাল্য গতি পতিতে তারিলে নারায়ণ॥ তরণীর দেখি ভাব হাতে ধরে পদ্ম-নাভ কোলে করি ভাসে প্রেম-জলে। দুহে পুলকিত গাত্র কুর এ দোহার নেত্র যেন পিতা-পুত্রে হুলাহুলি। তরণী বলিছে প্রভু দয়া না ছাড়িবে কতু স্থল দিহ চরণ-কমলে। হয়্যাছি রাক্ষস জাতি তুমি অগতির গতি কোল দিলে পাষণ্ড-চণ্ডালে। তুমি দেব-দেব হরি সঙ্গে যুদ্ধ ইৎসা (১) করি তব অস্ত্রে যেন যায় প্রাণ। তুমি দেব মহাপ্রভু দয়া না ছাড়িহ কভু অন্ত কালে কর পরিত্রাণ॥ এত বল্য উঠে বীর প্রভূ-পদে দিল শির। রাম-পদ-ধূলি পান করে। তার শির চুম্বেন রাম বীর নিল ধনুর্ব্বাণ বসিল তরণী রথপরে॥ - শ্রীরাম বিস্ময় মন হেন ভাবে করে রণ ধন্ত ধন্ত বৈষ্ণব রাক্ষস। সর্ব্বকাল শুভ জয়। হেন জন কিসে ক্ষয় ইহা জিনি না হয় সাহস। ইচ্ছা। -