পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবাহ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। আর কন্সা আছিল উর্ম্মিলা রূপবতী। কুশধ্বজের দুই কন্ত ধৃতি আর শ্রুতি॥ চারি কন্যার অধিবাস কৈল বিধিমতে। মনসা চলিয়া গেল যথা রঘুনাথে। শত নারীগণ আর করিয়া সঙ্গতি। অধিবাস করিলেন দেব লক্ষ্মীপতি॥ বাজিতে লাগিল সব আনন্দ বাজন। মাথে করি নিল সব সুবর্ণ-চালন। গন্ধর্ব্বে গীত গাএ নাচে বিদ্যাধরী। পরম আনন্দ হৈল যথাতে শ্রীহরি॥ চারি সিংহাসনে আছে চারি সহোদর। নীলবসন অঙ্গ নব জলধর॥ দুর্ব্বাদল-শুগম তনু অতিমনোহর। নবজলধর-তনু শোভে পীতাম্বর॥ নবীন বয়স বেশ মনোহর তনু। আজানুলম্বিত ভুজ ভূত্ব কামধেনুঃ॥ বদন দেখিয়া মোহে কতকোটি কাম। নারীগণ মোহ যায় কোন বস্তু জ্ঞান ৷ অপরূপ দেখি সব অর্চিত হইল। যার দৃষ্টি যথা গেল তথাই রহিল। চৌদিকে বেড়িয়া নিল চারি সহোদর। মৃত্য গীত কৌতুকে পোহাইল রজনী। পূর্ব্বদিক প্রকাশ হইল দিনমণি॥ বাজিতে লাগিল সব আনন্দ বাজন। জাগিয়া উঠিল তবে যত রাজাগণ॥ প্রাতঃ ক্রিয়া করিয়া বসিল সর্ব্বজন। বিশ্বামিত্র করিল বিভার শুভক্ষণ॥ বৃদ্ধিশ্রাদ্ধ করিতে চলিল দুই জন। জনকের পুরোহিত গৌতম-নন্দন॥ শ্রাদ্ধ করিতে বৈসে জনক রাজন। বিধিমতে করাইল রাজাক শ্রাদ্ধ তৰ্পণ॥ শ্রাদ্ধ করি পাত্র রাজা কৈল সমৰ্পণ। নানা দান উৎসৰ্গিয়া তুষিল ব্রাহ্মণ।