পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ – অদ্ভুতাচার্য্য—গ্রন্থ-রচনাকাল ১৭৪২ খৃষ্টাব্দ। Q や? তিলফুল তুল্য নাসা বোলে সুমধুৰ। বিম্ব অধর চারু দন্ত মণি-তুল॥ শ্রবণে কুণ্ডল শোভে মণি ছয় তায়। নক্ষত্র-মণ্ডলে শোভে বিভার বিনাএ॥ কম্বু-কণ্ঠে মুক্তামাল দোলে পয়োধর। সুরেশ্বরী ধারা যেন সুমেরু-শেখর॥ কণ্টকবিহীন যেন মুস্কৃণাল বাহুলতা। কনক-কঙ্কণ যেন পরাইছে বিধাত॥ করপল্লব শোভে যেন নক্ষত্র উদিত। রতন সুদড়ি তাথে বিধির নির্ম্মিত॥ কেশরী জিনিয়া তনু মধ্যে ক্ষীণি। নাভি গম্ভীর ত্রিবলিত তরঙ্গিনী॥ গিরুয়া নিতম্ব তাহে শোভেত কিঙ্কিণী। জঘন বলিত চারু রামরম্ভ জিনি॥ চরণকমল কমল-কলি-তুল। উপরে শোভিত তাহে কনক নুপূৱ॥ অঙ্গে অনঙ্গ পূর্ণ চলে গুণশীল। হংসের গমন জিনি নিজ-গতি বালা॥ সমুদ্র-মন্থনে কিবা পাইল শ্রীহরি। ইন্দ্রের শচী কিবা শঙ্করের গৌরী॥ ইহার পরে তুলনা দিবার নাহি আর। কহেন অদ্ভুত রূপ ভুবনের সার॥ রাম-সীতার জন্য সর্থীগণের শয্যা প্রস্তুত করা। চান্দোয়া টানায় তারা ঘরের ভিতর। বিচিত্র পালঙ্ক পাড়ে অতি মনোহর। পালঙ্কের উপরে বিচিত্র বিছানে। নেতের বালিস দিল সিথানে পৈথানে (১)॥ ঝাপাতে হীরা শোভে উত্তম থোপন। গজ মুকুতা তাতে লাগিয়াছে বন্ধন। নানাবিধ পুষ্প ফেলে শয্যার উপর। পুষ্পের মধ্যে ক্রীড়া করে লুব্ধ ভ্রমর॥ (১) শিল্পরে এবং পায়ের নীচে।