পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q * বঙ্গ-সাহিত্য-পরিচয়। কপূর্ব তাম্বল গুইল কস্তী চন্দন। পকান্ন সন্দেশ সখী খুইল ততক্ষণ। সুস্বর্ণ ভৃঙ্গারে খুইলেন সুশীতল জল। শর্কর সহিত খুইলা মিঠা নারিকল। ঘনাবর্ত্ত দুগ্ধ খুইলেন কটোরা পুরাণ (১)। ভক্ষণ করিবেন আসি লক্ষ্মী নারায়ণ॥ শয্যা নির্ম্মাইয়া সর্থী দিলেন সাদরে। পাছকা পাএ দিয়া প্রভু আইলা মন্দিরে॥ সীতা হারাইয়া রাম। সীতা সীতা বুলি রাম ডাকেন উচ্চৈঃস্বরে। হাহাকার শব্দ হৈল অমর নগরে ৷ রাম বোলেন শুন ভাই প্রাণের লক্ষ্মণ। ফল আনিবারে গেলা সীতা হেন লয় মন॥ লড় (২) দিয়া বনে গেল ভাই দুই জন। চতুর্দিকে বন প্রভু করে নিরীক্ষণ॥ সীতাকে না দেখেন প্রভু বনের ভিতর। গোদাবরীর তীরে গেলেন দুই সহোদর। চতুর্দিকে নদীর ঘাট করে নিরীক্ষণ। সীতাকে না দেখি প্রভুর আকুল জীবন॥ রাম বোলেন গোদাবরী কর অবধানে। তুমি জান সীতা আমার নিল কোন জনে॥ রাম প্রশ্ন করেন নদী না দেয় উত্তর। গলাগলি ধরি কাদে দুই সহোদর॥ তরু লতা আদি পশু পক্ষীক শুদ্ধি করি। তোমরা জান কোথা গেল জনক-ঝিয়ারি॥ রামচন্দ্র পুছেন কেহ না দেয় উত্তর। অদ্ভুত রচিল গীত পয়ার সুন্দর ৷ (১) কেট (পাত্র) পূর্ণ করিয়া। (২) দৌড়।