পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–দ্বিজ ভবানী—১৮শ শতাব্দীর মধ্যভাগ। 6 ዓፄ রাম-সীতা-চরণে কহিও নমস্কার। সন্তাসী হইয়া গেল লক্ষ্মণ কুমাৰ। অঙ্গদ যে বীর যাও কিষ্কিন্ধ্যা নগর। যার যেই দেশে যাও দেখি রঘুবর। আছাড়িয়া ধনুর্ব্বাণ ভূমেতে ক্ষেপিল। স্বর্গে যাইতে মহাবীর উদ্যম করিল। ইন্দ্রের নন্দিনী কিবা শিবের নন্দিনী। জিনিয়া আনিব আক্ষি কহি পুনি পুনি। সমবেত দেহপাত যদি হএ রণ। তথাপি করিব যুদ্ধ কস্তার কারণ॥ এ বলিয়া মৌন হৈল কুমার লক্ষ্মণ। কহিতে লাগিল তবে ষত রাজগণ॥ অঙ্গদ প্রভৃতি আর যত রাজগণ। কহিতে লাগিল তবে বিনয় বচন। অবধান করি শুন বীর যুবরাজ। একবার রঘুবংশে রাখিলা যে লাজ ৷ তুঙ্গি জগতের নাথ জানে ত্রিভূবন। ত না হয় তোহ্মার এবম্বিধ মন ৷ রঘুনাথে গঞ্জিবেক রাজসভা-মাঝ। কি বলিয়া প্রবোধিব রঘুবংশ-রাজ॥ তোহ্মার ঘরেত আছে জগতমোহিনী। তবে কেনে অন্ত মন হএ রঘুমণি॥ স্থির হও মহাবীর গ্রহ (১) ধনুর্ব্বাণ। পূর্ব্বজন্মে নারী হইলে হইব বিদ্যমান। এত শুনি বলিলেক কুমার লক্ষ্মণ। চতুর্দিকে বিচার করহ সর্ব্বজন। আপনে বেড়াইব আক্ষি হইয়া পদরী। চল বীর হনুমন্ত পালছ আরতি (২)। লক্ষ্মণেৰ আদেশে উঠিল সর্ব্বজন। বিচার করিতে (৩) সৈন্ত যায় ততক্ষণ। চলিল অঙ্গদ বীর বিষাদিত মন। বৃক্ষপত্র ব্যাপিয়া চলিল সৈন্তগণ। (১) গ্রহণ কর। (২) আজ্ঞা। (৩) খুজিতে। ཤི་༥༠ -