পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–দ্বিজ ভবানী—১৮শ শতাব্দীর মধ্যভাগ। ○ ケ> জিনিতে নৃপতিগণ - সঙ্গে লইয়া রাজগণ ভ্রময়ে যে দেশ-দেশান্তর॥ পথব্রুমে সৈন্তাসনে আসিলেক তপোবনে তোহ্মা দেখি মজে তান মন। তোহ্মা যেন নাই জ্ঞান তেন মত তান প্রাণ অন্তোন্তে হইছে সন্ধান ৷ তোহ্মাতে কহিতে মর্ম্ম জানাইলুম এহি ধর্ম্ম লক্ষ্মণ যে নর-নারায়ণ। শীঘ্রগতি পাঠায় চর জানাউক পুরন্দর আসিতে দেবতাগণ সঙ্গে। হেন কালে সহচরী পাঠাইল স্বরপুরী দেবসভা অতিশয় রঙ্গে। ইন্দ্রের গোচরে গিয়া বোলে পুটাঞ্জলি হইয় ইত্রের আগমন। লক্ষ্মণ বীরের আগমন। শুনি ইন্দ্র হরষিত আনন্দিত অতুলিত দেবসঙ্গে করিল গমন॥ বলিয় কভার আগে হেন বীর মিলে ভাগ্যে পরশনে পাপ হত্র নাশ। ধন্ত মোর কন্ত হৈল নারায়ণ বর পাইল পবিত্র হইল মোর কুল। চল চল দেবগণ দেখি নর-নারায়ণ চলহ সকল সহচরী। সভাকারী সঙ্গে করি চল সব সহচরী শীঘ্র কহ চন্দ্রকলা-স্থানে॥ কন্যার সমীপে গিয়া সকল কহিল ধাইয়া দেবসঙ্গে আইসে পুরন্দর। সভা করিবার রঙ্গে সভাকারী আনে সঙ্গে সুবদনি এহি আজ্ঞা কর। মুনি বলে সভা কর যেমত কন্ডার বর দেখিয়া প্রশংসে যেন সর্ব্বে। মুনির আদেশ পাইয়া সভাকারী গেল ধাইয়া বিচিত্র নির্ম্মাণ সভা করে।