পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φb"8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। জগন্দ্রাম রায়ের রামায়ণ। জগদ্রাম রায় বাকুড়া জেলার অন্তর্গত দামোদর নদের তটবর্তী ভূলুই গ্রামে প্রায় ১৫০ বৎসর পূর্ব্বে জন্মগ্রহণ করেন। ইহার বংশধরেরা এখনও উক্ত গ্রামে বাস করিতেছেন। ইহাদের গৃহে জগদ্রাম রায় বিরচিত যে রামায়ণ মহাকাব্যখনি অদ্যাপি পূজিত হইয়া থাকে, শুনিতে পাওয়া যায় তাহা জগদ্রাম রায় ও র্তাহার পুত্র রামপ্রসাদ রায়ের স্বহস্তলিখিত। পিতাপুত্র উভয়েই রামায়ণ রচনা করিয়াছিলেন। দুর্গাপঞ্চরাত্রিতে রামপ্রসাদ রায়েরও ভণিতা আছে। - হর-পার্ব্বতী-সংবাদ। [ কবি জগদ্রাম রায়-বিরচিত রামায়ণ মহাকাব্যের অন্তর্গত দুর্গাপঞ্চ রাত্রি-নামক খণ্ডকাব্য হইতে উদ্ধৃত। ] পার্ব্বতী-বন্দন। জয় পার্ব্বতী হর দুর্গতি প্রণতি তব চরণে। সেই সে ধন্ত পরম পুণ্য যে লভে তব শরণে ৷ মুকতিদাত্রী শিখর-পুত্রী নাস্তি তব মা উপমা। তব চরিত্র অতি বিচিত্র - বেদে দিতে নারে সীমা ৷ মূল প্রকৃতি নাস্তি আকৃতি পরম জ্যোতিরূপিণী। এ সব স্মৃষ্টি সে তব দৃষ্টি সচরাচরব্যাপিনী ৷ বিহীন বর্ণ শুনহ বর্ণ দৃগৃবলহীন-নয়না। রসনারহিত স্বাদ বিদিত হীন চরণে গমন। সলিলে স্নিগ্ধ অনলে দগ্ধ রবিতে প্রখর কিরণ। চন্দ্রে শতল সে তুমি সকল অগণিত গুণ বরণী ৷