পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–জগন্দ্রাম-গ্লুঃ ১৮শ শতাব্দীর মধ্যভাগ। জগত-বন্য তুমি অনিন্য হরিহর-বিধি-পূজিতা। অতি অধর্ম্মী আমি কুকর্ম্ম মোর কেহ নাহি মাতা ৷ করুণা-লেত্রে চাও কুপুত্রে হে ত্রিনয়ণি একবার। তার নাম ভার রাখ এইবার আমি সে করেছি সার॥ না জানি তন্ত্র পূজন-মন্ত্র - যন্ত্রবিহীন পূজা। দেখি পামর মা দুঃখ হর দয়া কর দশভুজা॥ - তব চরিত্র পঞ্চক-রাত্র (১) o গান শুনি কর দয়া। হবে স্বপক্ষ কর কটাক্ষ বিতর সম্পদ-ছায়া। জগতে গায় এ বর চায় যুগ রাতুল চরণে। তব ও মূর্ত্তি হৃদয়ে স্ফূর্ত্তি হয় যেন সে মরণে ৷ কৈলাসে শিব-শিবার কথোপকথন। [ রাবণ-বিজয়ের নিমিত্ত যাত্রা করিবার পূর্ব্বে ভগবান রামচন্দ্র কিষ্কিার প্রস্রবণ-পর্ব্বতে শরৎকালে অকালে দেবীর বোধনপূর্ব্বক পূজারম্ভ করেন। দেবীকে মন্ত্রোচ্চারণ পূর্বক আহবান করিবামাত্র কৈলাস-পর্ব্বতে দেবীর আসন টলিল। সেই সময়ে ভগবতী শিবের সহিত যেরূপ কথোপকথন করেন, নিয়ে তাহাই বর্ণিত হইয়াছে। ] কৈলাসেতে একাসনে হরগৌরী দুই জনে প্রেনে রসাবেশে বসি ছিল্যা। হেন কালে সিংহাসন টল বল (২) করে ঘন শিবদুর্গা সচকিত হল্যা। করপুটে কাত্যায়নী প্রণমিয়া শূলপাণি জিজ্ঞাসা করেন বিবরণ। (১) পুস্তকের নাম দুর্গ-পঞ্চরাত্র। তে টলমল।

Qb-Q