পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রামায়ণ–জগন্দ্রাম—খৃঃ ১৮শ শতাব্দীর মধ্যভাগ।
৫৯৩

ভীষণ আকার করে মার মার
দেবতা পলায় ত্রাসে॥
বরণ কালী মুণ্ডমালী
লহ লহ করে জিহ্বা।
করাল বদন বিকট রসন
গলিত বসন কিবা॥
ঘন তর্জ্জন ঘোর গর্জ্জন
ভূমেতে লোটে জটা।
প্রখর খড়্গে দনুজ-বর্গে
দলিলে দানব-ঘটা॥
হইয়া অধীর খাইলে রুধির
খর্পর পূরি যবে।
লোহিত বর্ণ নয়ন ঘূর্ণ
কর্ণ-ভূষণ সবে॥
যোগিনী সঙ্ঘ সব উলঙ্গ
তোমার সঙ্গে নাচে।
অসুর অমর করে থরহর
ভয়ে না আসে কাছে॥
গুহ গজানন ভাই দুই জন
মা বলি কাছে গেল।
মায়ের সজ্জা দেখিয়া লজ্জা
সাগরে ডুবে ছিল॥
বধিয়া অরি নাচহ ফিরি
ঘন ঘন দাও লম্ফ।
অহি-মহীযুত কমঠ পীড়িত
ত্রিভুবন হল্য কম্প॥
ভূমি টলবল যায় রসাতল
চরাচর ডুবে জলে।
খাইয়া সিদ্ধি পাগল-বুদ্ধি
পড়ে তোর পদতলে॥
আমি তোর হর তেই পদ ভর
ধরিল আপন বুকে।
চরণ-স্পর্শ বাড়িল হর্ষ
অঙ্গ অতি পুলকে॥

৭৫