পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। অতি গুরু ণের তল চারি পাশে, অস্ত্রগণ দেখি দিতি একি হরি মূর্ত্তি ধরি নাশিবারে তাহা হতে বিধি-বরে এত বাণী কাছে যায় নিরখিয়া মহারাজ মাত্রে যার সঙ্গে রণ অস্ত্র ততি প্রভু-পায় মহাজ্ঞানি অনাদর বলবান কলেবরে নরহরি ধরিলেন মহাবল অচিরাত দেবগণ সশঙ্কিত দৈত্যরায় মহাবলী খড়গ চর্ম্ম চারি ধারে দুই উরু সুকোমল পরকাশে সুদৰ্শন পুত্র অতি অৰ্দ্ধ হরি মায়া করি এই দ্বারে কি হইতে সভাকারে দৈত্যমণি মহাকায় দুঃখী হিয়৷ মহারাজ এ সংসার কোন জন দ্বেষমতি হবে যায় পুত্র-বাণী করি নর গদাখান বারে বারে হেলা করি সৰ্পে যেন নিজ বল বহির্ভূত দেখি ঘন ভীত চিত আপনায় কুতুহলী ধরি কর্ম্ম ঘুরি তারে স্থল মনোহর। কমল-মুন্দর ৷ দৈত্য ভয়ঙ্কর। আদি মূর্ত্তিধর। চিন্তিত অন্তর। অৰ্দ্ধ অঙ্গ নর॥ বুঝি নারায়ণ। কৈল আগমন॥ পরিবে আমার। কর্যাছি সংহার॥ সিংহনাদ করি। এক গদা ধরি॥ তার পুত্র কন। ন কর গমন॥ সব নষ্ট হয়। করে মুহাশয়॥ হয়া ভক্তিমান। দুঃখ পরিত্রাণ॥ শুন দৈত্যরায়। হরি-কাছে যায়। ঘন ঘুরাইয়া। প্রহারে কুপিয়া॥ প্রহর তাহার। বিনতা-কুমার। প্রকাশ করিয়া। হস্ত ছাড়াইয়া॥ আড়েতে থাকিয়া। কি হল্য বলিয়া॥ নৃসিংহ হইতে। হইল যুঝিতে॥ কার শাণ সম। দেখায় বিক্রম॥