পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

్సు రీ যুদ্ধকর-আখ্যান। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এথাতে কুমার আইল বাপের বিদিত। প্রথমে কঙ্কের কৈল চরণ বন্দিত॥ তবে পাছে কুমারে যে বাপ প্রণমিল। মান্ত জন যত ছিল সব আদরিল ৷ তথাতে সুদেষ্ণা (১) আইল করিতে মঙ্গল। ধান্ত দুর্ব্ব অৰ্ঘ্য কুল কুমারী সকল। নানা বিধিমতে নিয়া মঙ্গল সত্বরে। অৰ্ঘ্য লৈয়া চলিলেক সঙ্গে পরিবারে॥ প্রথমে দিলেক অৰ্ঘ্য কঙ্কের পদেতে। তার পাছে দিল অর্ঘ্য কুমার মাথাতে॥ তবে ধান্ত দুর্ব্ব দিল কুমারী সকল। বিধিমতে করিলেক যতেক মঙ্গল॥ বহুবিধ মতে তথা আনিয়া ব্রাহ্মণ। ধেনুদান বস্ত্রদান কৈল পুনঃ পুনঃ॥ এহি কঙ্ক দ্বিজ জন সামান্ত না হয়। তাহানস্ক (২) গাএ জান সকল বিজয়॥ তবে রাজা অধোমুখে কতে নম্র মনে। ধীরে ধীরে কহিলেক বিরাট রাজনে॥ হৃষ্ট হইয়া কহি আহ্মি তোহ্মা প্রশংসন। বৃহন্নলা প্রশংসয়ে কঙ্ক যে ব্রাহ্মণ॥ তবে আমি ক্রোধ হইয়া ফেলাইলুম সারি (৩)। উলটিয়া পড়ে সারি কপট-উপরি॥ তবে মুঞি শঙ্কা চিত্তে হইলুম মৃত্যুবৎ। লজ্জাযুক্ত হইয়া পুনি হইলুম অনুগত॥ কুমারে বোলেন নহে ধর্ম্ম অনুরোধ। ব্রাহ্মণের প্রতি ক্ষেত্রী না হয় বিরোধ॥ পরিহার মাগি তান চরণে ধরিয়া। শরীর ভূষিমু তান পদধূলি দিয়া॥ পূর্ব্বে এক রাজা ছিল যুবকর নাম। সর্ব্বগুণযুক্ত রাজা ইন্দ্রের উপম॥ (১) বিরাট রাজার স্ত্রী। (২) তাহার। (৩) পাশা।