পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২৪ স্বীয় পিতৃপরিচয়। পাত্রের পরামর্শ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এই বাজী বান্ধিয়া রাখিব যেই বীরে। আনিব যজ্ঞের ঘোড়া জিনিঞ তাহারে। এমন লিখন পড়ি হরিষ হৃদয়। বক্রবাহন নিজ পাত্র মিত্রে কয়॥ অৰ্জ্জুন আমার পিতা শুন মোর বাণী। দ্বিজ অভিরাম কহে অপূর্ব্ব কাহিনী। পাত্র বলে পূর্ব্বকথা কহ মহাশয়। কিরূপে তোমার পিতা বীর ধনঞ্জয়॥ শুনি বক্রবাহন কহেন পূর্ব্ববাণী। মোর মাতামহ চিত্রাঙ্গদ নৃপমণি॥ পুণ্যযুত অনুগত কৃষ্ণ-অনুরাগে। বিধিভ্রমে শুনি আমি পালে প্রজাভাগে॥ 肇 肇 肇 来 তবে চিত্রাঙ্গদা গেল জনক আলয়। চিত্রাঙ্গদা কন্যা বিভা দিলা ধনঞ্জয়॥ 粥 崇 肇 肇 擎 肇 擎 来 তবে চিত্রাঙ্গদ মাতামহ দিল এই শেষ। শুনহ সুবুদ্ধি পাত্র কহিল বিশেষ ৷ না বুঝিয়া যজ্ঞবাজী ধরিল পিতার। কি বুদ্ধি করিব পাত্র কহ সমাচার। শুনি পাত্র কহে বাণী শুন মহাশয়। ভারত-সঙ্গীত দ্বিজ অভিরাম কয়॥ পাত্র কহে রাজা বক্রবাহনের আগে। পিতার লইয়্যা দেহ যজ্ঞের তুরগে। ধূপ দীপ পুষ্পমাল্য কুঙ্কুম চন্দন। . জনকে করিবে পূজা দিয়া নানা ধন॥ পিতৃপ্রতি আচরিলে প্রিয় দেবগণ। পুত্রের পরম লাভ পিতার সেবন॥ পুরীর সহিত নানা মঙ্গল বিধানে। ভৃত্যগণ সঙ্গে চল তাত-সন্নিধানে॥