পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—ঘনশ্যাম দাস-১৬শ শতাব্দী। とか○。 গণিঞ স্থলগ্ন বেলা বলিল গণকে। কালি শুভোদয় দিন বলিল তোমাকে॥ হৃষ্ট হৈয়া মদন কহিল সভাকারে। বিষয়ার বিভা বলি ঘোষণা নগরে॥ রোপিল গুবাক কলা চত্তরে চত্তর। বাদ্যে উতরোল হৈল সকল নগর॥ ঘরে ঘরে জল সহে সকল অঙ্গন। দধি খধি রাত্রিবাস করিল রচনা ৷ গোধূলি সময় হইল আনিয়া মদনে। চন্দ্রহাসে বিষয়া করিল সম্প্রদানে॥ চন্দ্রহাসে দিল দান বস্ত্র স্বর্ণাঙ্গুরী। কর্ণেতে ভূষণ দিল গলাতে মাজুলী॥ আইল কস্তার মাতা সঙ্গে নারীগণ। স্ত্রী-আচার কৈল সভে বিধি প্রকরণ॥ গৌতমাদি মুনি কত ছায়া মণ্ডপেতে। সেইখানে চন্দ্রহাস বসি এক ভিতে॥ বাজার বিচিত্র বাদ্য জয় জয়কার। হইল বিবাহ চন্দ্রহাস-বিষয়ার॥ চতুর্দ্দিগে ধরি কন্যা পাটে বসাইল। সপ্তবার প্রদক্ষিণ চতুরাক্ষ (১) হইল। প্রণাম করিল কম্ভা মধুপর্ক দিয়া। তবে কন্তী-বর-গ্রন্থি বন্ধন করিয়া॥ কন্তী-বর প্রণত হইল বিপ্রগণে। আশীর্ব্বাদ কৈল বিপ্র হরষিত মনে॥ চন্দ্রহাসে যৌতুক দিলেন মদন। ফল মুক্ত পুষ্প স্বর্ণ বিচিত্র বসন॥ তিন লক্ষ গাভী দিল ভাল দুগ্ধবতী। অযুত মহিষ দিল মত্ত শত হাতী ৷ পঞ্চ শত দাসী দিল ভূষিত কাঞ্চনে। দান দিয়া মদনের তৃপ্তি নাহি মনে॥ (১) চারি চক্ষুতে দৃষ্টি অর্থাৎ নব বর-বধুর পরস্পর মুখাবলোকন