পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ა88 প্রথম দর্শন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। উত্তম কনক-কান্তি সুকেশ দীঘল। প্রবীণ দাড়িম-বীজ দশন উজ্জ্বল॥ সে বন ভ্রমিতে রাজা তাহাকে দেখিল। চিত্রের পুন্তলী যেন পট্টেত লিখিল। চাহিতে নিরখি আখি রূপের নাহি সীমা। তিহো বনে দিতে নারি তাহার তুলনা ৷ পরম সুন্দর সে যে দেখিতে স্বরূপ। সর্ব্বাঙ্গ শীতল হৈল দেখি তার রূপ ৷ হেন রূপ গুণ নাহি দেখি শুনি আর। পৃথিবীত পূর্ণ যেন নহি লয় তার॥ চাহিতে চাহিতে মনে না পূরে আরতি। লক্ষ্যেতে দেখিল তবে শকুন্তলা সতী॥ প্রথম যৌবন তনু অনিন্দ্য অজয়। অভিনব কাম যেন কামুক হানয়॥ অন্তে-অন্যে দু জনের হইল দরশন। দুই জনে অনুরাগে মোহিল তখন॥ উপজিল লাজ (১) মুখ ঢাকিল কিঞ্চিৎ। সর্ব্বাঙ্গ ডুবাইল জলে হইল লজ্জিত। ততক্ষণে দুই সখী কৈল আলোকন। দেখিল পুরুষসিংহ সাক্ষাৎ মদন। কর্ণমূলে কহিল সত্বরে চল ঘর। ভিন্ন জনে দেখে তোহ্মার মুক্ত কলেবর॥ তোর রূপ দেখিয়া দেবতা মোহ যাএ। হেন রূপ সামান্ত পথিকে বসি চাএ॥ ইন্দ্রে কামনা করে দেখিবারে মুখ। সামান্ত পথিকে চাহে খেলার কৌতুক। শকুন্তলা বোলে তবে শুন প্রাণসখী। তুক্ষি যারে দেখ বোল আহ্মিত না দেখি। অলঙ্ঘ্য ঋষির কথাএ স্থির নহে চিত। সখী সব প্রবোধিতে বলে বিপরীত॥ (১) লজ্জা।