পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—কাশীদাস—১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। ব্রহ্মার প্রপৌত্র দেব কত আসিয়াছে। দুই তিন দিন তনু দ্বারে রহিয়াছে॥ ব্রহ্মার প্রপৌত্র দেব কহুপ-কুমার। বহু নাগগণ সঙ্গে শেষ বিষধর॥ সহস্ৰবদন শোভে নাগ অধিকারী। এই খানে তিহে রছিলেন দিন চারি॥ এই দেখ রাজগণ দাড়াইয়া আছে। একদৃষ্টে বুকে হাত নাহি চাহে পাছে। গিরি-ত্রজপুরপতি জরাসন্ধ-স্থত। জয়সেন সঙ্গে রাজা যুগল অযুত। নৰ কোটি রথ নব কোটি মত্ত হাতী। ষষ্ঠ কোটি তুরঙ্গম অসংখ্য পদাতি॥ বহু রত্ন আনিল বিবিধ যানে করি। হস্তিনী বৃষভে উটে শকটেতে পূরি। শিশুপাল রাজা দেখ চেদির ঈশ্বর। তাহার সংহতি পঞ্চ শত নরবর॥ তিন কোটি রর্থী সঙ্গে তিন কোটি হাতী। নব কোটি অশ্ববর পবনের গতি॥ নানা যানে করিয়া বিবিধ রত্ন লৈয়া। দ্বারেতে আছয়ে দেখ বারিত হইয়া॥ দীর্ঘজঙ্ঘা রাজা দেখ অযোধ্যার পতি। নব কোটি হস্তী সঙ্গে তিন কোটি রর্থী॥ সপ্ত শত সেনাপতি সঙ্গেতে করিয়া। কর লৈয়া দ্বারে আছে বারিত হইয়া॥ কাশীরাজ দেখ এই কাশীর ঈশ্বর। কৌশলের রাজা বৃহন্নল নৃপবর॥ বাহুরাজা সুপাশ্ব কৌশিক কুত্তরাজা। মদ্রসেন চন্দ্রসেন শাৰ মহাতেজ॥ সুধম্বা সুমিত্র রাজা শর্ম্মক কর্ম্মক। মণিবন্ত দণ্ডধর পতিকর্ণাটক। পুণ্ডরীক বাসুদেব জরাগিব আদি। মানব লোহিত শ্বেত সমুদ্র অবধি। N%ᏄᎼ