পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●bーや বিশ্রাম। বঙ্গ-সাহিত্য-পরিচয়। নানা রত্ন ধন কর লৈয়া দ্বারে আছে। মাস দুই তিন হৈল কেহ নাহি পুছে ৷ দ্বারপাল রাজা আর রাজা বৃন্দারক। প্রতিবিন্দু অনুবিন্দু অমর কণ্টক॥ এ সভার সঙ্গে রাজা শত পঞ্চ শত। লিখনে না যায় যত গজ বাজী রথ। চারি জাতি প্রজা আর নানা কর লৈয়া। দ্বারেতে আছয়ে দেখ বারিত হৈয়া ৷ চিত্রসেন রাজা দেখ গন্ধর্ব্ব-ঈশ্বর। তিন কোটি রথ এক অযুত কুঞ্জর। নানা রত্ন আনিল নাহিক তার ওর। সভারে পশ্চাতে যেন দাড়ায়্যাছে চোর। বসুদেব সহিত যতেক যত্ন বীর। সৈল্য মদ্র ঈশ্বর মাতুল নৃপতির॥ আজ্ঞা পাইয়া মাদ্রীস্থত লইল দুহারে। তথাপিছ দুই দিন রহিল দুয়ারে। আসিবা মাত্রেতে লৈয়া চাহ যাইবারে। বিনা আজ্ঞা কোন মতে দ্বারী ছাড়ে দ্বারে ৷ এইক্ষণে আসিবেক মাদ্রীর নন্দন। ক্ষণ এক এথায় বৈসহ নারায়ণ॥ এত বলি সিংহাসন দিল দুর্য্যোধন। দুই সিংহাসনেতে বসিলা দুই জন ৷ কে বুঝিতে পারে জগন্নাথের চরিত। অখিল ভুবন যার মায়ায় মোহিত॥ তবে জন্মেজয় রাজা মুনিরে পুছিল। কহ শুনি তদন্তরে কি প্রসঙ্গ হৈল॥ মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন। বিভীষণ সহিত বসিলা নারায়ণ॥ দৈবে পরিশ্রম হৈল পদব্রজে চলি। চতুর্দিকে বিশেষ লোকের ঠেলাঠেলি৷ চৌদিকে অযুত ক্রোশ সভা পরিসর। ভ্রমিয়া চহার শ্রম হৈল কলেবর॥