পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯২ দেবযানীর পরিচয়জিজ্ঞাসা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। চারি ভিতে সহচরী বসি আছে সারি সারি রোহিণী বেষ্টিত যেন তারা ৷ শয়ন করিয়া আছে ভ্রমর গুঞ্জরে কাছে বিচিত্র পাতিয়া নানা ফুল। শর্ম্মিষ্ঠা চাপে পাও কোন সর্থী করে বাও কোন সখী যোগায় তাম্বুল। দেখিয়া নৃপতি আগে জিজ্ঞাসা করিতে লাগে বিস্ময় হইয়া তান মন। তুস্কি জান সখীরাজ কস্তায় দেখিয়া কায কিবা হেতু আসিয়াছে বন॥ . শুনিয়া রাজার বাণী সানন্দিত দেবযানী পরিচয় দিয়া কহে কথা। আহ্মিত ব্রাহ্মণ জাতি ভূগু-বংশে উৎপত্তি দৈত্য-গুরু শুক্রের দুহিতা॥ বিশ্বপুর্ব্বা দৈত্যবর স্বর্গে যেন পুরন্দর কাশ্যপ-বংশেত জন্ম তার। তাহার যে কুমারী মোর হয় সহচরী শর্ম্মিষ্ঠ নাম যে এহার॥ আন্ধি দুই জন বাল যৌবন সহজে হেলা অকুমারী বাপের ঘরয়। সর্থীগণ লয়ে বসে জল-কেলি অভিলাষে আসিআছি পুষ্প-বনয় (১)॥ শর্ম্মিষ্ঠা আদি করি যত সব সহচরী সকল হইছে মোর দাসী। মিলিয়া সকল জনে সেবা করে একমনে নিত্য নিত্য মোর কাছে আসি ৷ আপনে কে তুহ্মি হও পরিচয় মোতে দেও কুল শীল জানাইয়া আপনা। তোহ্ম সম মতিমন্ত রূপে গুণে তেজোবন্ত ক্ষিতি-তলে নাহিক তুলনা ৷ (১) সময় = বলে।