পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত — গঙ্গাদাস সেন—১৬শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। ○、○ দেবযানী-বাক্য শুনি নৃপতি মনেত গণি কথা কহে দিয়া পরিচয়। - নাম মোর ষষীতি নহুষের সন্ততি ”। জন্ম মোর চন্দ্র-বংশয়॥ এত জানি দেবযানী সম্বোধিয়া প্রিয় বাণী নৃপতিক লাগে কহিবারে। তোহ্মার জন্মিল মতি তুঙ্গি মোর যোগ্য পতি পরিচয় করহ আহ্মারে। রাজাএ বোলে দেবযানী না হএ যুকত বাণী অযুক্ত যে কহু সব কথা। তোহ্মা সমে পরিচয় বেদে শাস্ত্রে নাহি কঞ আন্ধি ক্ষত্রী তুহ বিপ্র-স্থত। কস্তাএ বোলে নৃপবর আহ্মার বচন ধর এ বাক্যে তিলেক নাহি দোষ। আপনে বরিল তোকে পরিণয় কর মোকে মন মোর করহ সন্তোষ॥ পূর্ব্বে আহ্মা কূপ হোতে তুঙ্গিহ ধরিয়া হাতে তখনে হৈ বরিয়াছি আহ্মি। তাক পাসরিলা তুদ্ধি দ্বিতীয় না জানি আন্ধি যাবৎ কণ্ঠেত প্রাণ রাখি॥ শর্ম্মিষ্ঠা আদি যত সহচরী দশ শত এ সকল জানহ তোহ্মার। তুমি পরিণয় কৈলে পরে যাইব আহ্মার ঘরে দাসী হৈয়া সেবা করিবার। দেবযানী-বাক্য শুনি নৃপতি হৃদয়ে গণি মনে ভাবে বিহা করিবার। ষষ্ঠীবর-সুত সেন পদ বন্দে সঙ্কেতন গঙ্গাদাসে রচিল পয়ার॥