পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত–চন্দনদাস মণ্ডল-ষোড়শ শতাব্দীর শেষাৰ্দ্ধ। Ն:ՏԳ পাখী বিন্ধে গেল ঘোড়া রথ লৈতে হৈল খোড়া দেথি রাণী ভাবে মনে মন। লক্ষেতে প্রমীলা নারী চঢ়ে অন্ত রথোপরি বিন্ধে রাণী করিয়া যতন॥ বাণে বাণ হানাহানি বলএ প্রমীলা রাণী দেখি রাণী ক্রোধ মনে করি। - একবারে পাচ বাণ করিলেন সন্ধান মারে বাণ বৃষের উপরি॥ বাণ ঘাএ মহাবীর বাণে হৈল অস্থির মূৰ্ছিত হইল বীরবরে। সুজন সারথি তার দেখি মূৰ্ছাগত বীর রথ লৈয়া গেলা কথো দূরে ৷ মেঘবর্ণ আদি করি রথী সব বিন্ধে নারী বিন্ধিয়া করিল জরজরে। দেখিয়া অৰ্জ্জুন বীর আইলেন সমর পার্থের সঙ্গে যুদ্ধ। আসিয়া নিবারে সভাকারে ৷ পার্থেরে দেখিয়া রাণী হাসিছেন নিতস্বিনী এই স্বামী শিব দিল মোরে। এত মনে ভাবি রাণী বন্দিল চরণখানি তবে রণ করে দুই বীরে॥ বাণে বাণ হানাহানি করিছে প্রমীলা রাণী পার্থ-বাণ করয়ে সংহার। নিবারিয়া পার্থ-বাণ বলে নারী হান হান নাচে রাণী রথের উপর। দেখিয়াত পার্থ-বীরে সপ-বাণ মারে তারে আসি সৰ্প বেড়ে সৈন্তগণে। দেখিয়া প্রমীলা নারী গরুড়-বাণ হাতে করি বিন্ধে রাণী করিয়া যতনে॥ আসিয়া গরুড়গণ নাগে কৈল ভক্ষণ দেখি পার্থ ক্রোধ মনে কৈল। বরুণ-বাণ জানি বীর সান্ধিলেন মহাধীর জলে সৈন্স ভেগস.এ সকল॥ o