পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭০২ বঙ্গ-সাহিত্য-পরিচয়। সেহি শাপ মুক্ত হইল আমার। আজি হনে আমার ঘুচিল অনুসার (১)॥ উত্তর বদতি মোর মনের সংশয়। তোমার চরণে দৃঢ় হইলাম মহাশয়॥ দেবতা সভাক মোর ভয় নাহি আর। সর্ব্বথা সারথি মুঞি হইলো তোমার। গুরু-উপদেশে আমি রথ বাহিবাক। শিখিয়াছে যেমত দেখিবা তুমি তাক। কৃষ্ণের দারুক যেন ইন্দ্রের মাতুলি। আমাক জানিবা সেহি সুশিক্ষিত বুলি ৷ মহাবেগবন্ত হয় সকলে আমার। লক্ষিতে না পারে যাব চরণ সঞ্চার॥ দক্ষিণ ভাগত এ যে দিব্য হয় চয়। ইহাক সুগ্রীব হেন জানিবা নিশ্চয়॥ সুরঙ্গ তুরঙ্গ এ যে রহে বাম ভাগে। মেঘপুষ্প হেন এ যে চলে মহাবেগে॥ মধ্যত নিহিত এ যে দুই তুরঙ্গম। ইহাক জানিবা সর্ব্ব বলাহক সম॥ তুয় অনুরূপ রথ এহি মোর মনে। এহি রথে যুদ্ধ কর কুরুবীর সনে। বৈশম্পায়ন বোলে অনন্তরে ধনঞ্জয়া। ভুজহস্তে দৃঢ় কৈল নিষ (২) বলেয়া॥ দুই হস্তে পিন্ধিল বিচিত্র দুই তুল। গাওঁীব ধনুর গুণে পরম উজ্জল॥ মস্তকের বেণীবন্ধ খসায়া বিশেষ। বসনে বেষ্টন করি হৈল বীর-বেশ॥ তবে পূর্ব্ব-মুখ হইয়া পাণ্ডব-নন্দন। ইষ্ট-দেবতাক স্মরি করিল বন্দন॥ হৃদয়েত চিন্তিল দৈবকী-নন্দন। ধ্যান কৈল আপনার দিব্য অস্ত্রগণ। যুদ্ধের উদ্যোগ (১) অভিশাপ-জনিত দুৰ্গতি। (২) বাণধার =তৃণ।