পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—বিশারদ–১৬১২ খৃষ্টাব্দ। ৭০৩ অনন্তরে অস্ত্রগণ সমুখে আসিয়া। আপনাক নিবেদিল কৃতাঞ্জলি হইয়া॥ আইলো অস্ত্রগণ তোমার কিঙ্কর। আজ্ঞা কর বিপক্ষেক করিয়ে সংহার॥ অনন্তরে নমস্কার করি ততক্ষণ। করে পরশিয়া হেন বুলিল বচন॥ শুন অস্ত্রগণ সমুচিত সময়ত। প্রসন্ন হইবা আসি আমার মনত॥ তবে মনগত হই সবে অস্ত্রগণ। প্রসন্ন-বদনে তবে পাণ্ডুর নন্দন॥ গাওঁীবত গুণ দিল তবে বীর্য্য-বলে। টঙ্কার করিল ধনঞ্জয় মহাবলে॥ গাওঁীবের টঙ্কার হইল ভয়ঙ্কর। পিনাক-টঙ্কার যেন করিল শঙ্কর॥ পর্ব্বতে পর্ব্বতে যেন হইল প্রহর। তেমতে গাওঁীৰ-নাদ হইল দুর্ব্বার। আচম্বিতে হইল বজ্রপাত যেন। শুনি চমৎকৃত হইল যত কুরুগণ॥ তবে পৃথিবীতে যেন পড়িল নিৰ্ঘাত। উল্কাপাত হইল বহিল থর বাত॥ উত্তর কুমার তবে বুলিল বচন। তুমি এক বীর বহু বীর কুরুগণ॥ তারা সবে অস্ত্রসস্ত্রত পাৰ্গত (১)। অস্ত্রএ সংগ্রাম করিব কেন মত॥ একারণে ভয় যে লাগয়ে মোর মনে। হেন শুনি হাস্ত করি বুলিল অৰ্জুনে॥ নাহি তোয় ভয় কথা শুন ভূমিঞ্জয়। একাএ সংগ্রাম মুঞি করিবো নিশ্চয়॥ ঘোর যাত্র সময়ত ভাইর বচনে। দুর্য্যোধন পাপিষ্ঠের মোচন-কারণে॥ (১) পারগ।