পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত-দ্বিজ শ্রীনাথ–১৭শ শতাব্দী। 6( মুষল-পর্ব্ব। হস্তিন পুরীর রাজা হৈল ধর্ম্মরায়। পুত্রের অধিক করি পালয়ে প্রজায়॥ নানা যজ্ঞ নানা দান কৈল নৃপতি। নৃত্য গীত নানা রঙ্গ কৌতুক করে নিতি॥ লীলা বাণী বাজায় বাজায় শঙ্খনাদ। পটহ (১) মৃদং বাজায় নাহি অবসাদ॥ নটীগণ নাট করে গায়নে গীত গায়। শুনিলে মধুৰ ধ্বনি কোকিলে পলায়। শুনিয়া দ্রৌপদীর আকুল হৈল মন। দ্রৌপদীর শোক। পঞ্চ পুত্র দেবীর মনে হইল তখন॥ অচৈতন্ত হয় দেবী ভূমিতে পড়িল। মুখে জল দিয়া সবে দেবীক তুলিল। ব্যস্ত হৈল বৃকোদর পঞ্চ সহোদর। হা হা পুত্র বলি দেবী কান্দিল বিস্তর॥ বৃকোদর বোলে শোক কেন কর রাজ-বালা। বৃকোদর দেখি কোপে বলিতে লাগিলা॥ সব লোক রাজা শুন সভার ভিতর। না দেখিএ অভিমন্ত্য এ পঞ্চ কুমার। ধিক্ থাউক বৃকোদর তোমার রাজ্যভার। পুত্র বন্ধু বৃদ্ধ বাপ মারিলে আমার॥ ধিক যাউক ধনঞ্জয় তোমার বাহুবল। চক্র-বক্ষে জএন্ত আদি মারিলে সকল॥ অভিমন্ত্যু ঘটোৎকচ ইরারম্ভ নাম। মদিরাক্ষ পুত্র মৈল অতি অনুপাম॥ নির্ব্বংশ হইল রাজ্য লইবার তরে। কি কারণে জ্ঞাতি বধিলে বৃকোদরে॥ জ্ঞাতি বন্ধু ইষ্ট মিত্র সব বধ করি। কাক (২) লাগি শাসিলা রাজ্য হস্তিন নগরী॥ ধন জন সঞ্চএ করি পুত্রের কারণ। নির্ব্বংশ হইলে হয় নরকে গমন॥ (১) রণঢঙ্কা। (২) কাহাৰ। bro