পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—বাস্থদেব আচার্য্য—১৭শ শতাব্দী। 이 হৃষীক সারথি করি নিল বৃকোদর। রথ সাজায়ে অস্ত্র তাতে তোলে বহুতর॥ অশ্বথাম বীর জান পৃথিবী-বিদিত। অল্প অস্ত্রে জিনিতে নারিব কদাচিত॥ হৃষীক সারথি অস্ত্র তুলিল বহুতর। লক্ষকোটি ধনুঃ গুণ বহু অস্ত্র আর॥ (১) বাসুদেব আচার্য্যের মহাভারত। বাসুদেবের পরিচয় সম্বন্ধে এই কয়েকটি ছত্র পাওয়া যায়— শিবদেব ঠাকুরের কনিষ্ঠ সন্ততি। ভবানীর সেবা করি কৈল রসবতি॥ মৈথিল ব্রাহ্মণ তাকে জানিবা নিশ্চয়। শ্রীরাম ঠাকুর হেন লোকত বোলয়॥ তার উপাসক এক জ্যোতিষ ব্রাহ্মণ। বাসুদেব নাম তার কহে সর্ব্বজন॥ আর একটু পরিচয় এই নিম্নোদ্ধত অংশেই আছে। রঙ্গপুর হইতে শ্রীযুক্ত গোপাল দাসকুধু মহাশয় ১৫০ বৎসরের প্রাচীন পুথি হইতে নিয়ের অংশ নকল করিয়া পাঠাইয়াছেন। পাণ্ডবগণের মহাপ্রস্থান। স্বৰ্গারোহণ-পর্ব্ব। লিপির তারিখ পাওয়া যায় নাই। অক্ষর দেখিয়া মনে হয় গ্রন্থখানির বয়স ১৫০ বৎসরের কম নহে। গ্রন্থখানি জীর্ণ। সন্ন্যাসীর বেশ ধরি যায় পঞ্চ ভাই। তার পাছত যায় পাটেশ্বরী আই (২)॥ দ্রৌপদী সহিতে পঞ্চ ভাই যায় বন। পরিজন ও প্রজাৰ্বঙ্গের নগরীয় লোকে দেখি করান্ত ক্রন্দন॥ বিলাপ। - (১) এই অংশ ত্রযুক্ত হরগোপাল দাসকুণ্ডু মহাশয় সংগ্রহ করিয়া দিয়াছেন। (২) মাতা। এখানে দ্রৌপদী।