পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সারল কবির মহাভারত। সারল উৎকলনিবাসী ছিলেন। কেহ কেহ ভ্রমত্রমে ইহাকে শারণ বলিয়া প্রচার করিয়াছেন। ২০০ শত বৎসরের হস্তলিখিত পুথি হইতে নিম্নের অংশ উদ্ধত হইল। বিরাট-পর্ব্ব। বিরাট-রাজ-সভায় পাণ্ডবগণের আগমন। পাণ্ডবদের বনবাসের শেষ বৎসর অজ্ঞাতভাবে যাপন করার প্রতিশ্রুতি ছিল। এই অভিপ্রায়ে পাণ্ডবগণ ছদ্মবেশে বিরাট-রাজার সভায় আগমন করিতেছেন। সভা দিয়া বসিয়াছে মৎস্ত-অধিপতি। পাত্র-মন্ত্রিগণ সব ব্রাহ্মণ-সংহতি॥ চলিছেন যুধিষ্টির রাজার সভায়। দুরে হৈতে মৎস্ত-রাজা দেখিবারে পায়॥ সভাসদগণে ডাকি কহিছে বচন। এইত পুরুষবর বটে কোন জন॥ আজানুলম্বিত-ভুজ কন্দপ-শরীর। করিবর জিনিয়া গমন অতি ধীর। হস্ত পদ সুকোমল অতি বিচক্ষণ। অনুভবে বুঝি এই ক্ষত্রিয়-লক্ষণ। কিন্তু ব্রাহ্মণের বেশে আসিতেছে হেথায়। যুধিষ্ঠির। কথন কেহ কোন জনা দেখেছ এহায়॥ মহারাজ চক্রবর্তী হব এই জন। ছদ্মরূপে আসিতেছে করিয়া বঞ্চন। এতেক বচন রাজা বলিতে বলিতে। নৃপ-সন্নিধানে ধর্ম্ম আইলা ত্বরিতে॥ রাজার নিকটে আসি দুই বাহু তুলি। দাণ্ডাইল সভামধ্যে জয়যুক্ত বলি। প্রণমিঞা মৎস্ত-রাজা দিলেন আসন। কি নাম কিবা গোত্র আল্যা কি কারণ॥