পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—সারল কবি—১৭শ শতাব্দী। ԳՀ5 রাজা বলে কথা হৈতে আইলে মহাশয়। কথাকারে যাবে তুমি কথায় আলয়। নকুল বলেন রাজা কহি সভাতলে। অশ্বের চিকিৎসা রাজা আমি জানি ভালে ৷ যে ঘোড়াকে রাখি আমি শুন মহীপাল। বড়ই সুবুদ্ধি হয় না থাকে জঞ্জাল॥ অশ্ব-বৈদ্য হই আমি দামগ্রন্থি নাম। এত কাল ছিনু আমি পাণ্ডবের স্থান॥ পাণ্ডবের অশ্বগণ পালিতাম আমি। দেবলে হারিয়া তারা হৈল বনগামী॥ ভ্রাতৃ-সঙ্গে পাশা খেলি সর্ব্বস্ব হারিল। রাজ্য-ভ্রষ্ট হইয়া না জানি কথা গেল। তা সভারে না পাইয়া মোরে হেন গতি। তব গৃহে থাকি যদি রাখ নরপতি॥ নকুলের কথা শুনি আনন্দ রাজন। মোর গৃহে থাকহ পালহ অশ্বগণ॥ যতেক অশ্বগণ আছএ আমার। সকল উপরে তোমার অধিকার॥ অশ্ব-শালে নকুল করিলা সমৰ্পণ। অশ্ব-শালে মাদ্রী-সুত করয়ে বঞ্চন॥ কথো ক্ষণে সহদেব গোয়ালা বেশেতে। গো-পুচ্ছ-লোমের দড়ী বেড়িয়া কটিতে॥ যেন মত গোপগণ করে আগুসার। সেই মত চলিয়াছে মাদ্রীর কুমার। দূরে থাকি বিরাট করয়ে নিরীক্ষণ। বিস্ময় হইয়া চাহে সভাসদ জন। হেন কালে মাত্রী-স্থত গোপ-বেশ ধরি। নৃপতিকে সম্ভাবিয়া কহে যোড়কী। সহদেব বলে রাজা শুন মহাশয়। এতদিন ছিন্থ আমি পাণ্ডব-অ্যালয়। জাতি যে গোয়াল আমি গাভী রক্ষা করি। তন্ত্রীপাল বলিয়া সে নাম আমি ধরি॥

  • Y.

সহদেৰ।