পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২২ দ্রৌপদী। বঙ্গ-সাহিত্য-পরিচয়। পাণ্ডবের রাজ্য ধন হরিয়া পাশায়। না জানিএ ভার্য্যা সঙ্গে গেলেন কথায়॥ তব কাছে আমি আসিয়াছি শুন মহাশয়। লোক-মুখে শুনিয়াছি তব পরিচয়॥ তোমার যে গাভীগণ আছএ বিস্তর। তে কারণে আইলাঙ তোমার গোচর। আর এক মোর গুণ শুন দণ্ডধারী। ভূত ভবিষ্যতি আমি গণিবারে পারি। যুধিষ্ঠির-নিকটে ছিলাম বহুদিন। রাজ্য-চু্যত হয় তারা গেলেন বিপিন। শুনিঞা বিরাট-রাজা আনন্দ অপার। থাক তন্ত্রীপাল তুমি আমার গোচর॥ আমার গোধন রাখ মন-কুতুহলে। প্রধান হইলে তুমি রাখাল সকলে। আশা পদ্ম ধেনু আছে ভবনে আমার। দশ লক্ষ বাগানে বাগানি করে যার॥ প্রথুন নামেতে এক গাভী যে প্রচুর। প্রথুন গাভীর শত লক্ষ যে বাছুর। তিন লক্ষ বৃষ তার চারি লক্ষ গাই। তাহা হৈতে আমার যে গরুর বাড়ি (১) নাঞি॥ এ সকল রক্ষা কর থাকি মোর পুরে। এত শুনি সহদেব রহিলা তথাকারে॥ এখানেতে যাজ্ঞসেনী ছদ্মরূপ ধরি। মুক্ত-কেশে বাউলিনী (২) গমন মাধুরি। নগরের মধ্যে গিয়া দিলা দরশন। দেখিবারে আইল নগরবাসী জন॥ আবাল যুবক বৃদ্ধ করে ধায়াধাঞি। কেহ দুষ্ট কেহ শ্রেষ্ঠ লেখা জোখা নাঞি॥ দ্রৌপদীর অঙ্গখানি অতি সুকোমল। কৃশ-দেহ হয়্যাছে অতি বড়ই দুর্ব্বল। (>) বাড়ি-বাঢ়-শেয়। ২) পাগলিনী।