পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ8 বঙ্গ সাহিত্য পরিচয় | পূর্ব্বেতে ছিলাঙ আমি দ্বারক-ভুবনে। বেশকারী আছিলঙ সত্যভামা সনে॥ আমার শীলতা সেই দ্রৌপদী দেখিয়া। সত্যভামার কাছে মোরে নিলেক মাগিয়া॥ বঞ্চিলাঙ বহুদিন দ্রৌপদীর সনে। দ্যুতে হারি পতি সঙ্গে কৃষ্ণ গেল বনে॥ এই হেতু ভ্রমি আমি পাণ্ডবে খুজিঞা। যদি তুমি রাখ মোরে কৃপান্বিত হঞ। শুনিএ সুদেষ্ণা বলে শুন রূপবতী। আমি স্থির হৈতে নারি হয়্যা স্ত্রী-জাতি॥ তোমার সমান রূপ কথাহ না দেখি। আপন কণ্টক কি করিব তোমা রাখি॥ মোর প্রাণ-নাথ যদি দেখএ তোমায়। তোমা দেখি অনাদর করিব আমায়॥ তে কারণে তোমা আমি নারিব রাখিতে। শুনিয়া সৈরিন্ধী বলে মধুর বাক্যেতে॥ আপন প্রকৃতি আমি তোমারে সে কই। নিশ্চয় জনিহ আমি সে রাতের নই ৷ পঞ্চ জন গন্ধর্ব্ব আছয়ে মোর স্বামী। তাহা বিনে অন্ত জনে নাহি জানি আমি॥ পাপ-চক্ষে মোর পানে চাহে যেই জন। গন্ধর্ব্বের হাতে তার অবশু মরণ॥ আছক রাজার দায় দেবতা আইলে। অবশু তাহার মৃত্যু আমারে ইচ্ছিলে। সকল গন্ধর্ব্ব সেবে মোর স্বামিগণ। দেব-দ্বিজ-ভক্ত তারা বিষ্ণু-পরায়ণ॥ না ছুব উচ্ছিষ্ট অন্ন না ছুব বরণ। পুরুষের ঠাই না পাঠাবে কদাচন॥ তিন কার্য্য অভয় যদ্যপি দেহ মোরে। তবে ত বঞ্চনা আমি করি তব ঘরে॥ আর যে করিবে আজ্ঞা আমারে যখন। পালিব তোমার আজ্ঞা করি প্রাণপণ॥