পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—লক্ষণ বন্দ্যোপাধ্যায়—১৮শ শতাব্দী। A86. পুত্র-মোহে মগন সিদ্ধান্ত দ্বিজ কয়। ধন লয়্যা বাছা তোমায় কর্যাছি বিক্রয়॥ কোটি কোটি স্বর্ণ পাইলাম বেচিয়া তোমাকে। স্বমন্তের সঙ্গে যাইতে হই অযোধ্যাকে। যজ্ঞ করে যযাতি রাজন অযোধ্যায়। অগ্নি-কুণ্ডে কাপ দিতে হইবে তোমায়। কুশধ্বজের বিদায় গ্রহণ। ছাড়ায়্যা মায়ের হাতে কুশধ্বজ আইসে। হতজ্ঞান ব্রাহ্মণী হইলা শোকাবেশে॥ মুদগর মস্তকে মারে হয় আত্মঘাতী। কুশধ্বজ পিতাকে বুঝায় কর্য স্তুতি॥ যোড়-হাত করা বোলে কিছু নাহি ভয়। বিকায়াছি যাব আমি অন্ত মত নয়॥ বিদায় হইয়া যাই মাএ কর্য শান্ত। অবশু যাইব আমি অযোধ্য নিতান্ত॥ এত শুনি পুনশ্চ ধরিয়া মাএ তোলে। মুখে জল দিয়া শিশু হিত পথ বলে। বোধ মান (১) মাগো রোদন কর বৃথা। বিক্রীত হয়্যাছি আমি বেচ্যাছেন পিতা॥ পূর্ব্ব-কর্ম্মের ফলভোগ করে যত নর। স্বামি-সেবা কর্য না বলিহ দুরক্ষর॥ ভক্তিভাবে স্বামী সেবে সেই পতিব্রতা। স্বামী বিনে কেহ নাই স্বর্থ-মোক্ষ-দাতা॥ লঙ্ঘিয়া স্বামীর বাক্য করে অন্ত কর্ম্ম। নরকস্থ হয় অন্তে ডোবে সব ধর্ম্ম॥ ধন লয়্যা আমাকে বিক্রয় কৈল পিতা। এ জন্তে সেবা না পাছে নাঞি কর মাত॥ তবে ধর্ম্ম নষ্ট হবেক বড়ই অখ্যাতি। ন পাবে জননী তবে মুক্তি-পদে গতি॥ প্রদক্ষিণ হইয়া প্রণাম করে মাকে। লইল পদের ধূলা ধরিল মস্তকে॥ মাতাকে প্রৰোৰ দান। (১) প্রবোধ গ্রহণ কর।

8