পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8bሙ বঙ্গ-সাহিত্য-পরিচয়। যজ্ঞ হইলে জনক পাইব দিব্য-স্থান। ব্যাজ নাঞি বিপ্র-সুতে করাও লয়্যা স্নান॥। পাই নৃপতির আজ্ঞা দূতগণ কর। স্নান করাইয়া আনি চল মহাশয়॥ বিপ্র-সুত বলে কেহ হও অগ্রসর। কোথা স্নান করিব কি জানি অবাস্তর॥ স্নান। রাজ-দূত বেষ্টিত করিয়া দ্বিজ-সুতে। - লয়ে যায় সরোবরে স্নান করাইতে॥ - অন্দরের দ্বার রম্য স্থানেতে বসায়। আমলকী তৈল অঙ্গে হরিদ্র মাথায়।, খসাএ অঙ্গের মলা তার পর বলে। স্নান কর গিয়া ঐ সরোবর-জলে॥ সাতপাচ ভেবা কত উঠিয়া দণ্ডায়। স্নান কৈলে অগ্নি-কুণ্ডে ফেলিব আমায়॥ আটুপাটু করে মন কেমন কেমন। কাতর হৈঞা হৃদে ডাকে লক্ষ্মী-নারায়ণ॥ সাতপাচ ভাবে কত ধারি ধীরি চলে। ছটফট করে প্রাণ নাম্বে গিয়া জলে॥ সঙ্কল্প করিঞা স্নান করে পূর্ব মুখে। ওহে কৃষ্ণ অনাথ-বান্ধব বলা ডাকে॥ হেদে হে ব্রাহ্মণ্য-দেব পতিত-পাবন। প্রাণ-ভয়ে ডাকে তোমায় দ্বিজ অকিঞ্চন॥ সঙ্কটে মধুসূদন। ভগবান কর রক্ষা ব্রাহ্মণ-ছাওয়ালে। বেদে তোমায় ভকত-বৎসল বল্য বলে॥ কি জানি ভক্তির ভাব শিশু অল্পমতি। প্রাণ যায় নিজ-গুণে রাখ রম-পতি॥ স্নান কর্যা পাড়কে আইল দ্বিজ-সুত। পট্ট-বস্ত্র পরিতে যোগায় রাজ-দূত॥ কুশধ্বজ বলে ভাই কিসের বেশ আর। এখনি পুড়িয়া অঙ্গ হবে ছারখার। কি কায বিচিত্র বস্ত্রে রাখনে ভাণ্ডারে। হস্ত এক প্রমাণ কৌপীন দেহ মোরে।