পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মালাধর বস্থ—১৫শ শতাব্দী। a&ని গাছের মড়মড়ি ধেনুক বীর গুনি। ধেনুক দৈত্য। - কে ভাঙ্গিল তাল বলি ধাইল আপনি॥ দূরে হইতে দেখে তাল পাড় বলাই। ব্রজ ছাওয়াল তাল কুড়াইয়া ধাই॥ অজারের দৌত্য। (ভৈরবী রাগ। ) মিষ্ট মন্থ দধি নিয়া যমুনার তীরে। ছাওয়ালের সঙ্গে ভুঞ্জে দেব দামোদরে॥ হেন মতে গেল তথা বরিষা সময়। হরষিত সর্ব্বলোক শরৎ উদয়॥ আকাশে নির্ম্মল পথ নীরদ ঘুচিল। হরিষে বিমান যেন নির্ম্মল হইল॥ অগাধ জল-চর যেন না জানে টুটা (১) পানী। শরৎকাল কুটুম্ব-পোষণে নর যেন দুঃখ নাহি জানি॥ দৃঢ় করিয়া আলি কৃষক রাখে পানী। গোবিন্দ সেবিয়া যোগী যেন রাখয় পরাণী॥ শরতের শীত তাপ চন্দ্রমা করিল। গোবিন্দ পরশে যেন যোগী তুষ্ট হইল। শরতের পুষ্প ফুটে সুগন্ধী বায় বহে। বৃন্দাবনে বংশী বাজাএ নন্দের তনএ॥ দেখি শুনি গোবিন্দাইর অস্থত চরিত। কৃষ্ণরূপ শুনিয়া বংশীর নাদ যুবতী মোহত॥ মাথায় ময়ূর-পুচ্ছ কাণে পুষ্প করি। নর্ত্তকের বেশ কৃষ্ণ পরি রাঙ্গ ধড়ি ৷ ব্রজ-বনিতা সব দেখি মোহিত যায়। দেখিয়া সুন্দর কামু প্রাণ স্থির নয়॥ মানুষ-শকতি রূপ বর্ণিতে না গারি। কতেক মোহন রূপ করয় মুরারি॥ (১) অল্প।