পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মালাধর বহু—১৫শ শতাব্দী। শুনিয়া চানুর বোল হাসে গদাধর। কাল (১) উদ্দেশে কৃষ্ণ তারে দিলেন উত্তর॥ যেই পূজা হয় সেই করে রাজমুখ। করিবত মল্লযুদ্ধ নহিব বিমুখ॥ কিছু এক বোল বলি শুন মহাশয়। যেই জন মাগে যুদ্ধ তাহ দিতে হয়। আমিত ছাওয়াল তুমি হও মহাশয়। তুমি আমি হুহে যুদ্ধ সমকক্ষ নয়॥ শুনিয়া কৃষ্ণের বোল বলে হেসে বাণী। ভালই ছাওয়াল তুমি নন্দের পোখানি (২)॥ শিশু-ক্রীড়ায় মারিলে তুমি বড় বড় বীরে। সহস্ৰ-বল হস্তী তুমি মারিলে ছয়ারে। তুমি যদি ছাওয়াল হও নন্দের কুমার। তোমাকে অধিক বল কেবা আছে আর॥ না করিহ মায়া কিছু নন্দের নন্দন। তুমি আমি মুষ্টিক বলাই এই চারি জন॥ (৩) চামুর বচনে হাসে নন্দের নন্দন। তোমার মনে আছে যদি কর এসে রণ॥ দৃঢ় কাছ করি তবে বাধিল মুরারি। বাহু পসারিয়া দুই জনে যুদ্ধ করি। গোবিন্দ চালুর বীরে হৈল মহরিণ। হাহাকার করি তবে বলে সর্ব্বজন॥ হের দেখ রাম কৃষ্ণ কোমল শরীর। হের দেখ বজ্র অঙ্গ আর দুই বীর॥ হেনই অন্তায় যুদ্ধ না দেখি কোথায়। বীর-সঙ্গে ছাওয়াল যুঝয়ে মাথায়। রাজা হয়ে হেন করে কে আর বুঝাব। হেথা থাকিলে পাপ হয় চল ঘর যাব ৷ (১) কালের = মৃত্যুর। (২) পুত্র। চারি জন। (৩) তুমি, আমি, মুষ্টিক মল্প, এবং বলদেব এই 영업SD কৃষ্ণের প্রত্যুক্তি। চামুরের পুনরুক্তি। মল্লযুদ্ধে শ্রীকৃষ্ণের সম্মতি ও যুদ্ধ। জঙ্কায় যুদ্ধে উপস্থিত ব্যক্তিগণের মনয়ক্লেশ।