পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃፃ ó বঙ্গ-সাহিত্য-পরিচয়। সবাকে মারিল তথা রাম গদাধরে। জলন্ত অনলে যেন পতঙ্গ পুড়ি মরে। সবংশে মরিল কংস দেখে সর্ব্বজনে। জয় জয় শব্দ কৈল যত দেবগণে॥ শুন শুন ওহে ভাই শুন একমনে। কংসের মরণ গুণরাজ খান ভণে॥ মাধবাচার্য্যের ভাগবত। মাধবাচার্য্য চৈতন্যদেবের শু্যালক এবং তাহার টোলের ছাত্র। ইনি চৈতন্যদেবের নামেই তদীয় ভাগবতের অনুবাদ উৎসর্গ করেন। ইনি ষোড়শ শতাব্দীর পূর্বাদ্ধে বিদ্যমান ছিলেন। তৃণাবর্ত-বধ। গোকুল নগরে বড় গভীর নিস্বনে। চৌদিগে চাপিয়া হৈল ধূলি বরিষণে॥ “ মুহূর্তেকে তিমির ঘোর বড় ভয়ঙ্কর। পূরিল নয়ন নাহি চিনি আত্মপর॥ কংস-নিযোজিত বীর নাম তৃণাৱর্ত্ত। বায়ুভূত হৈয়া আল্য যেন চক্রাবর্ত্ত॥ মায়াবী অস্থর হরি জানিঞ তখনে। পরম-আনন্দ-মনে উঠিলা গগনে॥ পুত্র না দেখিয়া রাণী হৈলা অচেতন। ভূমি লোটাইয়া দুঃখে করিছে ক্রন্দন॥ কোথায় উড়াইয়া শিশু লইল বাতাসে। আরে দারুণ বিধি করিলি নৈরাশে॥ সেইত ক্রন্দন শুনি যত পুরজনে। অধিক হইল দুঃখ শুনিয়া শ্রবণে। হেনঞি সময়ে কৌতুকে যদুবর। রিপুগলা চাপিয়া হইল বিশ্বস্তর॥ সহিতে নারিয়া ভর হইলা ফাফর। রিপুগলা চাপিয়া পড়ি শিলার উপর।