পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ-8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। আনন্দিত অনুগত গায় মধুর গীত তাহার পীরিতি অনুসারে॥ কেহ বেণু কেহ শৃঙ্গ পুরএ পরম রঙ্গ ধাওত গাওত ব্রজ গোঠে। —> দ্বিজ মাধব গানে গোপিনী বেঢ়িল কানে নয়ন আনন্দ উৎকটে॥ শিশু সঙ্গে রঙ্গে মজিল চিত। চরণে চলিল পাল চারি ভিত॥ পালটি চাহি নাহি এক গাই। দণ্ডপাণি রণে চাহি বেড়াই ৷ গোঠের মাঝে রহি বনমালী। আয় আয় ডাকে ধবলী কালী॥ ধ্রু॥ মেঘ-গভীর মনোহর বাণী। হাম্বারবে ধেনু ধাইল শুনি॥ পৃষ্ঠে সারি সারি পুচ্ছ এক বয়নে। দন্ত ঘৃষ্টি (১) তৃণ উদ্ধ শ্রবণে॥ গো গোপ লইয়া বনমালী। আপন মুখে করে নানা কেলি ৷ হামা রবে গাভী ফুকরে শুনি। কৌতুকে দেখে দেব চক্রপাণি॥ হংস সারস শারী শুক পিকে। উপহাসে নাচে গায় অধিকে॥ সিংহ ব্যাঘ্ররূপ ফুকরে আগে। ভয় দেখায় পাছু শিশুভাগে॥ দ্বিজ মাধব কহে বালকেলি। চৈতন্ত ঠাকুর রসগুণশালী ৷ ধেনুক বধ। এই সব কুতূহলে শ্রমযুক্ত হৈয়া। বৃক্ষতলে বলভদ্র থাকেন শুতিয়া (২)॥ এক বালকের উদ্ধ করিয়া শির॥ আপনে চরণ চাপে নন্দের সুন্দর। l (১) ঘর্ষণ করিয়া=রোমন্থন করিতে করিতে। * শয়ন করিয়া।