পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষ জল-পানে বালকগণের মুচ্ছ। শ্যামদাসের ভাগবত। গোবিন্দ-মঙ্গল। এই গ্রন্থকার তিন শত বৎসরের উৰ্দ্ধকাল হইল জীবিত ছিলেন। মেদিনীপুর জেলার কেদারখণ্ড পরগণার হরিহরপুর গ্রামে ইহার জন্ম। এই গ্রাম মেদিনীপুর হইতে ১৬ মাইল পূর্ব্বে অবস্থিত। এখানে কবির বংশধরগণ এখনও বাস করিতেছেন। দুঃখী শুমদাস কায়স্থ ছিলেন এবং ইহার অনুবাদিত সমগ্র ভাগবতের পুথি বিগ্রহরূপে পূজা পাইয়া থাকে। কবির বংশীয়গণ গুরুগিরি করিয়া থাকেন; ইহাদের উপাধি ‘অধিকারী’। শ্রীযুক্ত ঈশানচন্দ্র বস্তু মহাশয় এই পুস্তক ১৮০৮ শকে প্রকাশ করেন। কালিয়-দমন। শুকদেব বলে বাণী শুন ৰূপ-চূড়ামণি চিত্ত নিবেশিয়া হরি-কথা। ভুবন-মঙ্গল নাম সদাই আনন্দ-ধাম পতিত-পরমপদ-দাতা॥ সে প্রভু পরম রঙ্গে ব্রজশিশুগণ সঙ্গে। গোষ্ঠ-ক্রীড়া করেন কাননে। শিশু যত সঙ্গে ছিল তৃষ্ণায় আকুল হৈল চলে সবে জল অন্বেষণে॥ নিকুঞ্জে না নীর পেয়ে সর্ব্ব শিশু গেল ধেয়ে যে দিকে আছএ কালিন্দিনী। মহাহৃদ উচ্চ তট কালিদহ-কুল-ঘাট নীর না পরশে সুর মুনি॥ দৈবের সে নিবন্ধন খণ্ডিবেক কোন জন শিশু সব সেই ঘাটে গেল। তৃষ্ণায় আকুল হৈয়া জল পান কৈল গিয়া কুলে উঠি বালক ঢলিল। কালিন্দীর কূলে গিয়া দেখে শ্রাম বিনোদিয়া গরল বহিছে শিশুগণ।