পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bго е কালিয়-নিগ্রহ। নাগপত্নীগণের কৃষ্ণ আরাধনা ৷ বঙ্গ-সাহিত্য-পরিচয়। কালির উপর নাচে গদাধর পরম আনন্দ সুখে। ঝলকিত তনু নটবর কানু মুরলী বাজায় মুখে॥ যশোমতী নন্দ দেখিয়া গোবিনা আনন্দ বাড়িল মনে। গোপ-গোপীগণ মুখ দরশন মধুর মঙ্গল-গানে॥ তবে ফণীমণি গুরু ভার গণি মণি উখড়িল শিরে। নাকে মুখে লাল নিকলে গরল জলে চক্রাকার ফিরে॥ প্রভু-পদ-ভরে ডুবিতে না পারে পলাইতে নাহি পারে। পতিতপাবন দুষ্ট-নিবারণ না ছাড়ে গোবিন্দ তারে॥ কালিয় চঞ্চল হৃদয় বিকল বল বুদ্ধি দূরে গেল। মৃতবৎ কালি দেখি বনমালী কিঞ্চিৎ উল্লাস ভেল॥ কালির রমণী কৃষ্ণপরায়ণী শুনিয়া এ সব বাণী। পাদ্য অৰ্ঘ্য থালী রত্ন-দীপ জালি দিব্য পদ্ম-মালা আনি॥ নাগ-নারী যত গতি করি দ্রুত বেড়িয়া গোবিন্দ-চাদে। ও পদ পূজিয়া প্রণতি করিয়া চরণে পড়িয়া কান্দে॥ করি প্রণিপাত হৈয়া যোড়-হাত স্তুতি করে নাগ-রাণী। গোবিন্দ-চরণে দুঃখী শু্যাম ভণে গোবিন্দ-মঙ্গল-বাণী॥