পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-) రి বঙ্গ-সাহিত্য-পরিচয়। লক্ষ্মী সত্যভামা হরি তিন জনে দেখা। কত মায়া জান প্রভূ অর্জুনের সখা॥ ক্ষণেক অন্তরে প্রভু দূর কৈলে মায়া। মায়া ত্যাগ কৈলে প্রভু রুক্মিণী দেখিয়া॥ লজ্জা পেয়ে সত্যভামা নাহি তোলে মাথা। তবেত রুক্মিণী দেবী কহিলেন কথা॥ যাও যাও সত্যভামা মুনি বরাবরে। ধন দিয়া রাখ যায়্যা প্রভু দামোদরে॥ ত্বরাত্বরি সত্যভামা মুনিস্থানে আসি। পাএ ধরি শান্তাইল (১) নারদ মহাঋষি ৷ তোমা স্থানে নিবেদিয়ে শুন মুনিবর। কৃষ্ণ সম তুল্য রত্ন নেহত সত্বর॥ তবেত নারদ মুনি কহিল তাহারে। সত্য কর সমতুল্য ধন দিবে মোরে। তোমার মায়ায় দেবী স্থির নাহি হৈল। তৌল করি দিব ধন সত্য যে করিল। তবেত নারদ মুনি আইল ফিরিয়া। মুনি বলে ধন পাল্যে দিবত ফিরিয়া॥ সে সকল কথা প্রভু তোমার মায়াতে। অসীম তোমার মায়া কে পারে জানিতে॥ তবে সত্যভামা দেবী তরাজু (২) আনিল। তার এক দিকে প্রভূ তোমা বসাইল। আর দিকে আনি দিল ভাণ্ডারের ধন। সেই ধন নহিল তবে তোমার সমান॥ রত্নাকর স্থানে ধন আনিল চাহিঞা। তথাপি সমান নহে সেই ধন দিয়া॥ কুবেরের ঠাঞি গিয়া ধন চাহি আনে। তোমার মায়াতে সে নহিল সমানে॥ শাস্ত করিল। (২) তরাজু =তৌলদও। যথা, কবিকঙ্কণ চণ্ডীতে—মুরারী-শীল প্রসঙ্গে “হরপী তরাজু করি হাতে”।