পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮১২ বলাইএর ভয়। কংসের আশঙ্কা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বালক বলিষ্ঠ বলরাম মহাশয়। অপরাধ কৈলে তারে লাঙ্গলে তাড়ায়॥ লাঙ্গল ঘুরিতে ভয়ে ভীত সব শিশু। সত্বরে সে করে রাম আজ্ঞা কৈলে কিছু। হটিয়ে বলাই যদি দোহাই পড়িল। সত্বরেতে শিশুগণ সভাই সাজিল॥ মাতা কাছে বিদায় হইয়া রাম কানু। গোষ্ঠেতে গমন সভে কৈল লয়্যা ধেনু॥ যমুনা-পুলিনে দিল পাল (১) পাঠাইয়ে। রচিল বিনোদ-খেলা কানাই লইয়ে॥ হেথা পাপ কংসামুর শঙ্কয় সর্ব্বথা। দিনে দিনে শুনে কানাঞের গুণ-কথা॥ নিতি নিতি দূত পাঠায় কানাই মারিতে। যে যায় সে নাশ হয় না ফিরে কোন মতে॥ গোয়ালা বালক ধরে এত পরাক্রম। সামান্ত মানুষে করে কালিয়-দমন॥ শুনিতে সকল কথা লাগে চমৎকার। না জানি গোয়ালা-স্থত কি করে এবার॥ নিজ বাহুবলে শাসিলাম অমর নগর। বালকের হাতে মোর মরে যত চর॥ পরাক্রমে মারে কিবা আছে কিছু গুণ। ইহাতে হৃদয়ে মোর লাগিয়াছে ঘুণ॥ “ কংসেরে বিষঃ দেখি প্রলম্ব অস্থর। গর্ব্ব করি কহে কেন ভাব এত দূর॥ মোরে আজ্ঞা দেহ রাজা না ভাব হুতাশ। আমি গিয়ে গোপস্থতে করিব বিনাশ॥ প্রলম্ব-প্রতাপ দেখি কহে নৃপমণি। বচনে না শুনি কার্য্য সাধিলে সে জানি॥ প্রসাদ করিল রাজা প্রশংসি প্রলম্বে। নৃপে প্রণমিঞা পাপ যায় অবিলম্বে॥ (১) ধেনুর পাল।