পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b・○o ভীষ্মকের শ্রীকৃষ্ণাগমনবার্তা শ্রবণ। রুক্মিণীর সকাতর প্রার্থনা ৷ হরণ। (S) বঙ্গ-সাহিত্য-পরিচয়। রহিল অন্তরে শেল মৃত্যু ইবে ভাল। হেন মতে নৃপ-কাছে চারি দণ্ড গেল। নৃপ-কাছে তখন কহিছে একজন। আর কি চিন্তহ আইল দৈবকী-নন্দন॥ বাক্য শুনি নৃপতি আনন্দে মাতোয়াল। বড় আরাধনে গোপ্তে পূজিল গোপাল ৷ হেথা শিশুপাল আইলা বরসজ্জা করি। নৃত্য গীত বাদ্য অতি কোলাহল সারি। তা দেখি রুক্মিণী দেবী হৃদয়ে কাতরা। হা প্রাণ-বল্লভ মোরে বিস্মরিলে পার। এই ক্ষণে আসি কর মহত্ত্ব প্রচার। দেখুক দুর্ম্মতি সব বিক্রম তোমার। বাম। হেন কালে বিমানে আইলা কৃষ্ণচন্দ। কমলার নাসায় প্রবেশে অঙ্গ-গন্ধ ৷ ভাবিল রুক্মিণী দেবী আইলা প্রাণনাথ। পরম সানন্দে উৰ্দ্ধ কৈল সব্য (১) হাত ৷ উৰ্দ্ধ পথে থাকি ভগবান অলক্ষিতে। কমলার হাতে ধরি তুলি নিল রথে ৷ সভা শূন্ত হইল সভে ব্যগ্র হইয়া ফেরে। কিবা হৈল রাজকন্যা কেবা নিল হরে ৷ রুক্মিণী বন্দিলা পদ পাইয়া মাধব। সভা-মাঝে উঠিল বিষম কলরব ৷ কেহ বলে উৰ্দ্ধ পথে কেবা নিল হরি। কেহ বলে সাজ সাজ চোরে আনি ধরি। সভা-মাঝে করে চুরি এত গর্ব্ব কার। তারে ধরি করিব বিহিত প্রতিকার। রুক্সী কহে শুন সভে নৃপতিমণ্ডলী। কোন দুষ্ট আসি মোর কুলে দিল কালী ৷ বিলম্ব না কর শীঘ্র করহ সাজন। আজ্ঞা মাত্রে আগে ধায় অনেক বাহন ৷