পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-లిపి বলাইএর যুদ্ধ। বিপক্ষ রাজগণের পলায়ন। শিশুপালকে প্রবোধদান ও রাজগণের মনস্তাপ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দুষ্ট গণ-চিত্ত-বাক্য শুনিয়া শ্রীহরি। মারিতে আইল সভে ধনুর্ব্বাণ ধরি॥ কুপিয়া করিল সভে বাণের প্রকাশ। অগণিত বাণে বাণে ছাইল আকাশ॥ মেঘ-বরিষণ তুল্য বরিষয়ে বাণ। তা দেখি ভীষ্মক-সুতা কম্পিত পরাণ॥ রুক্মিণী কাতর দেখি করেন আশ্বাস। কিবা হেতু প্রাণপ্রিয়ে ভাবিছ তরাস॥ দেখিবে আপনি দুষ্টে তিল এক বাদে। আমি কারে না হিংসিব বিনা অপরাধে॥ এমন সময়ে হলধারী সসৈন্তেতে। আসি উপনীত হৈল শ্রীকৃষ্ণ-সাক্ষাতে॥ দেখিল বিপক্ষগণ কৃষ্ণে মারে বাণ। ক্রোধে দুই নেত্র যেন অরুণ-সমান॥ লাঙ্গল ঘুরায় আর মুঘল ফিরায়। অবহেলা-রূপে গদা মারে সৈন্ত গায়॥ একে তো বলাই তাহে মারে গদাবাড়ি। রাশি রাশি ভূমে পড়ি যায় গড়াগড়ি॥ যার অঙ্গে ঠেকে গদা সেই তেজে প্রাণ। বড় বড় রথী পড়ে অশ্ব গজ যান॥ গদাঘাতে কোটি কোটি রথ হৈল চূর্ণ। করিবর অশ্বমুণ্ড হৈল ছিন্ন ভিন্ন। হস্ত পদ কাটা কণর পড়ে রাশি রাশি। বহিছে শোণিত-নদী সব যায় ভাসি॥ দস্তবক্র জরাসন্ধ মহা-পরাক্রম। অনেক করিল যুদ্ধ বৃথা হৈল শ্রম॥ যতেক নৃপতিগণ সৈন্ত-কাট হৈয়া। বিদর্ভ-নগরে গেলা রণে ভঙ্গ দিয়া॥ যথা শিশুপাল আছে হাতে বান্ধী স্থত। দন্তবক্র জরাসন্ধ তথা উপনীত॥ শিশুপালে কহে ফিরি যাহ নিজালয়। দুঃখ না ভাবিহ মনে হারি পরাজয়॥ কখন সংগ্রাম জিনি কখন বা হারি। ইহাতে স্ববুদ্ধি লোক শোচন না করি॥