পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—কবিশেখর—১৭শ শতাব্দী। হরিষ বিষাদে গোপী পড়িলা পাথরে ৷ রাধার-সোহাগ-কথা সভাই বাখানে। নিশ্বাস ছাড়িয়া গোপী বসিলা গোপনে॥ কহে কবিশেখর বিরহ অবতার। গরবে (১) না পাই কর্ভু নদের কুমার। গোপাল-বিজয়-কথা শুনিতে মধুর। বিরহ-নিকটে কৃষ্ণ রহে ভাবপুর॥ কেহো যবে কোথাএ শুনিল পিক রাএ। কৃষ্ণ-বেণুধ্বনি বলি ত্বরিতায় ধাএ॥ পিক দেখি নিশ্বাস ছাড়িয়া পুছে বাত। এ পথে দেখিলে যাত্যা (২) মোর প্রাণনাথ॥ তোমা হেন শু্যামল মধুর দরশনে। তোমা হেন বনপ্রিয় মধুৰ বচনে॥ তুমি যেন মধুমত্ত অরুণ-নয়নে। গোপীর পরাণ নিঞা রহো কোন বনে॥ হেন বেলে (৩) কথো দূরে দেখিল মধু তমালে। মলয়-পবনে ঘন পল্লব চঞ্চলে। তাহে কুহুরব শুনি হেন অনুমানে। দয়ার গোপীরে প্রভু দেই হাতসানে॥ এত আশে গোপী ধাএ বিরহের জালে। আলিঙ্গন দিঞা দেখি তরুণ তমালে॥ হতাশ হইঞা গোপী পড়ে ভূমিতলে। আসপাশ ভাসি গেল লোহের হিল্লোলে ৷ রূপের উপমা নাহি গুণের নাহি সীমা। পহিল যৌবন তাহে অতুল মহিমা॥ রসিক-মুকুটমণি নাগর-শেখর। তিন লোকে দুল্লভ সহজ মনোহর। এত দেখি শুনি তাহে বাঢ়াইল নেহা। না দেখিল ঘর পর না দেখিল দেহ॥ কারে কিবা দোষ দিব কর মধ্যে আই। হেন মতে না পাইল সে হেন কানাঞি॥ (১) অহংকার দ্বারা। (s) शाछेहङ। (৩) বেলে = বেলায় = সময়ে। t-లడి