পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—দৈবকীনন্দন সিংহ–১৭শ শতাব্দী। b-8○ ইহলোকে পরলোকে হিত উপদেশ। গোপালদেবের কেলি কৌতুক বিশেষ। বিষয়ীর প্রাণধন বৈরাগীর ফল। বৈষ্ণব জনের ভাণ্ড সভার সকল। পদ দুই শুনিলে মরম নাহি পাই। কি রস চিনির কোণা জিহবায় ছোয়াই॥ রসিক জনেই জানে রসের চাতুরী। জিহবা বিনি কোন অঙ্গ না লয়ে মাধুরী। যাকে যার অভিরুচি সেসি (১) তারে ভায়ে। পল্লব ছাড়িয়া উষ্ট্র কণ্টক চিবায়ে॥ সব কালে সম্পদে কোথায়ও নাহি যায়। সকল মধুরে কেহো কিছু নাহি পায়॥ সব ভাল ফুলে মালা নাহি গাথে মালী। সর্ব্বক্ষণ মধুর না কুরুলে কোহিলি। (২) সকল মধুরে এক ঠাঞি নাহি সিধি। অমৃত উগারি বিষ উগারে পয়োধি॥ হেন মতে দোষ গুণ দেখিয়া সংসারে। দোষ আচ্ছাদিয়া গুণ করিবে প্রচারে॥ মথুরা-বর্ণন। অচ্ছিদ্র মথুরা-পুরী নাম মনোহর। যাহার তুলনা নাহি ত্রৈলোক্য ভিতর। মরকত-মণিতে বান্ধিল ঘাট বাট। সুবর্ণ-রচিত ঘর রত্নের কপাট॥ চুড়ার কলসে পরশিল শশধরে। মেঘের বিশ্রাম-ধাম রজত প্রাচীরে॥ সুগন্ধি কুসুম বলি যার নাম আছে। কংসের রাজধানী। সে সব রোপিল আবাসের কাছে কাছে॥ স্কটিকে বান্ধিল কেলি-সরোবর কাছে। মালিকে রাখিল পারিজাত গাছে গাছে ৷ (১) তাহা সে তাহাকে। “ (২) সর্ব্বদা কোকিল কুহুরিলে তাহ মধুর হয় না।