পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"○○ বঙ্গ-সাহিত্য-পরিচয়। কৃষ্ণ সঙ্গে ক্রীড়া করি যমুনার জলে। পদ্ম-উৎপল-মালা দিতাঙ তার গলে॥ দুই চারি সখী কৃষ্ণে কোলেতে করিঞা। গম্ভীর যমুনা জলে দিথাঙ ভাসাইয়া॥ আড়ি ডুড়ি (১) খায় গোপী মনে ভয় পায়্যা। পুনরপি যান কৃষ্ণ দয়াবান হইয়া॥ জনে জনে তোলে গোপী বাহুতে ধরিয়া। সাতারিয়া যান কৃষ্ণ কৌতুক করিয়া॥ এই রূপে গ্রীষ্মকালে করি জলকেলি। কৃষ্ণের বিহনে মোরা জল নাহি হেরি॥ জ্যৈষ্ঠ মাসের মুখ এইত কাননে। নানা ফল আদি কৃষ্ণে করাথ্যাম ভক্ষণে॥ নারেঙ্গ ছেলেঙ্গ টাব আর নারিকেল। আপনি গোপীর মুখে দিথেন সকল॥ সেই জ্যৈষ্ঠ মাসে মোরা ফল পানে চায়্যা। হেট মুখে রহি মোরা মরণে মরিয়া॥ আইল আষাঢ় মাস বরিষা-উদয়। সদা থাকি কৃষ্ণ সঙ্গে নাহি কোন ভয়॥ নব মেঘ আচ্ছাদিয়া সদা হয় জল। গোবৰ্দ্ধনের গুহাতে নির্ম্মাণ কৈল ঘর॥ মনোহর শয্যাতে শয়ন গুণমণি। চৌদিকে বেড়িয়া রহে সকল গোপিনী॥ কেহ বা বাতাস করে কেহ চাপে গা। তাম্বুল যোগায় কেহ চাপি রাঙ্গা পা॥ এ সব সুখেতে গোপী বঞ্চিত হইল। আমা সভা তেয়াগিয়া প্রাণনাথ গেল॥ আষাঢ়ের মেঘ দেখি মনে করি দুঃখ। হেদেরে দারুণ বিধি ঘুচাইলি মুখ॥ শ্রাবণ মাসেতে সব সর্থীগণ সঙ্গে। দোলনীতে বসাইয়া দোলায় নানা রঙ্গে॥ (১) খাবি; পূর্ব্ববঙ্গে “হাবি ডুবি”।