পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপ-বালকগণের সজ্জা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। শুনি এইরূপ কথা মনেতে ঘুচিল ব্যথা প্রেমেতে পূরিল দুই আখি। ব্রাহ্মণী-চরণ-ধূলি শিরে লইল গোপনারী কৃষ্ণ-গুণ কহে হইঞা সুখী॥ তবেত প্রভাত-কালে সকল বালক মেলে আইল সভে নন্দের দুয়ারে। সাজিআ বিবিধ বেশ উভছান্দে বান্ধি কেশ শিখিপুচ্ছ তাহার মাঝে ধরে॥ নব নব গুঞ্জ-হার চৌদিকে বেষ্টিত তার দেখিতে সুন্দর সেই শোভা। কপালে তিলক ধরে সেই পূর্ণ ইন্দুবরে দামিনী জিনিঞ যার আভা ৷ কজ্জল লইল রঙ্গে মৃগমদ তার সঙ্গে সুবাসিত শোভিত সুসারে। খঞ্জন-যুগল নয়ন নাচএ তাহার হেন সেইরূপ দেখি আখিবরে॥ শ্রবণে রতন-ঝুরি মাণিক খিচনি সারি অপরূপ সেই সব নির্ম্মাণে। গলাতে পরিল হার অমূল্য রতন-সার প্রশংসা করএ জনে জনে॥ সর্ব্বাঙ্গে চন্দন-গন্ধে লেপিল গোপ-নাৰীবৃন্দে আনন্দিত পূরিছে সৌরভে। সেইত স্বচ্ছন্দগতি দেখিঞা অবনীপতি আলিঙ্গন দিল ধরি সভে॥ তবে হঞা কুতূহলি সকল বালক মেলি রাজা এ বিবিধ বাক্য-সারে। ফিরি ফিরি ঘনে ঘনে নাচএ রাখালগণে হরিষ যাইতে মথুরারে॥ কেহো শিঙ্গা বেণু বায় মধুর শব্দেতে গায় কেহ বংশী বাজায় সুনাদে। কেহো ভাবে বশ হৈঞা মন্দিরা পাখাজু (১) লইঞা ডুবে কেহো কৃষ্ণের আমোদে॥ (১) পাখোয়াজ।