প্রবাদমালা (১৮৬৮)/ই

উইকিসংকলন থেকে
জেমস লঙ সম্পাদিত
(পৃ. ১১-১২)
◄  
  ►

  1. ইচড়ে পাকা।
  2. ইচ্ছাপুত্রের মায়ের আদর।
  3. ইটে নাই ভিটে নাই বাহিরে মর্দ্দানি।
  4. ইতোভ্রষ্ট স্ততোনষ্টঃ।
  5. ইনিও একটী ক্ষুদ্র রাক্ষস।
  6. ইনি কৃষ্ণপক্ষের নিশি।
  7. ইনি কেবল শ্রীপঞ্চমী।
  8. ইনি জয়কেতে।
  9. ইনি ন্যাক্‌ড়ার আগুন।
  10. ইনি যেন গুড় ব্যাঘ্র।
  11. ইনি যেন চিনির পুতুল।
  12. ইনি যেন ডুম্বুর ফুল!
  13. ইনি যেন দাতাকর্ণ।
  14. ইনি যেন ধনুর্দ্ধর।
  15. ইনি যেন নবান্নের কাক।
  16. ইনি শাঁকারির করাত।
  17. ইনি শিঙ্গা বরদারের পরুয়া বরদার।
  18. ইন্দুর জানে না যে বিড়াল কাণা।
  19. ইন্দুর বড় সাঁতারু তার মাথা ভরা জট।
  20. ইন্দুরের গোলাম চামচিকে। তারে বলে ঘর নিকে।
  21. ইহার উবুড় হস্ত কখন হয় নাই।
  22. ইহার পাতা কাটিতে ভর সয় না।
  23. ইহার মুখ দেখ্‌লে প্রায়শ্চিত্ত করিতে হয়।
  24. ইহার মুখ যেন হাড়ির কোদাল।
  25. ইল্লৎ ফায় ধুলে স্বভাব যায় মলে।